promotional_ad

স্কোরচারসের ভাগ্য বদলাতে পারবেন বেনক্রফট?

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অবশেষে নয় মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে অজি ক্রিকেটার ক্যামেরন বেনক্রফটের। কেপটাউনে বল বিকৃতির অন্যতম হওয়া বেনক্রফট ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বিগব্যাশের ম্যাচ দিয়ে।


রবিবার দিন দুপুর ২.১৫ মিনিটে লনচেস্টনের অরোরা স্টেডিয়ামে মুখোমুখি হবে হোবার্ট হ্যারিকেন্স এবং পার্থ স্কোরচারস। এই ম্যাচেই স্কোরচারসের হয়ে মাঠে নামতে পারেন বেনক্রফট।   


ক্রিকেটে ফেরার ম্যাচে হোবার্টের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে তাঁর দলকে। কেননা আসরে খেলা তিনটি ম্যাচেই জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে হোবার্ট হ্যারিকেন্স।



promotional_ad

অপরদিকে নিজেদের খেলা তিনটি ম্যাচের দুটিতেই হারের দেখা পেয়েছে পার্থ স্কোরচারস। পয়েন্ট টেবিলে তাঁদের অবস্থানও সুখকর নয় (সাত নম্বর)।  


এছাড়া দল হিসেবে বেশ শক্তিশালী হোবার্ট। ম্যাথু ওয়েডের দলে আছেন ডা'রসি শর্ট, জর্জ বেইলি, জেমস ফকনার, জোহান বোথা, জোফরা আর্চারের মতো ক্রিকেটাররা।


ম্যাথু ওয়েড এবং ডা'রসি শর্টরা ব্যাট হাতেও আছেন দারুণ ছন্দে। আসরে তিন ম্যাচ খেলে দুজন এখন পর্যন্ত করেছেন ১৪২ ও ১৫৯ রান। 


হোবার্ট হ্যারিকেন্স দলঃ ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডা'রসি শর্ট, বেন ম্যাকডার্মট, জর্জ বেইলি, সাইমন মিলেনকো, জেমস ফকনার, জোহান বোথা, জোফরা আর্চার, ক্লাইভ রোজ, রাইলি মেরিডিথ, অ্যালেক্স ডুলান, জেক ডরান, ডেভিড মুডি।



পার্থ স্কোরচারস দলঃ- ক্যামেরন বেনক্রফট, মাইকেল ক্লিনগার, উইলিয়াম বসিস্টো, অ্যাশটন টার্নার (অধিনায়ক), হিলটন কার্টরাইট, অ্যাস্টন অ্যাগার, স্যাম হোয়াইটম্যান (উইকেটরক্ষক), ডেভিড উইলি, ন্যাথান কাউন্টার নেইল, ঝাই রিচার্ডসন, আন্ড্রু টাই, জেসন বেহরেনড্রফ, উসমান কাদির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball