খুলনা টাইটান্সে প্রোটিয়া অলরাউন্ডার উইজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। আসর শুরুর আগে নিজেদের স্কোয়াডকে শক্তিশালী করতে আইরিশ তারকা পল স্টার্লিংকে একদিন আগেই দলে ভিড়িয়েছিল দলটি।
এবার শেষ মূহুর্তে তারা দলে ভিড়িয়েছে প্রোটিয়া অলরাউন্ডার ডেভিড উইজকে। উইজের অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা টাইটানসের মিডিয়া ও কমার্শিয়াল ম্যানেজার মিনহাজ উদ্দিন খান।

‘আশা করছি উইজও ভালো ফল আনতে সাহায্য করবে আমাদের। ব্যাট-বল হাতে তিনি অবদান রাখবেন দলে।’
এদিকে, খুলনা টাইটানস আগেই দলে ভিড়িয়েছিল ক্যারিবিয়ান ব্যাটসম্যান শেরফান রাদারফোর্ডকে। কিন্তু তিনি উইন্ডিজ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পাননি।
ফলে তাঁর পরিবর্তে দলে নেয়া হয়েছে স্টারলিংকে। আর বিদেশি কোটা খালি থাকায় দলে নেয়া হয়েছে উইজকে। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন খুলনা টাইটান্সের এই কর্মকর্তা।
‘শেফরান রাদারফোর্ড অনাপত্তিপত্র না পাওয়ায় তার বদলি পাওয়াটা আমাদের জন্য খুব জরুরি ছিল। সেই জায়গায় পল স্টারলিংয়ের অন্তর্ভুক্তি স্কোয়াডকে শক্তিশালী করবে বলে আশা করি।’