promotional_ad

বিবিএলে মুখোমুখি ওয়েড-ওয়াটসনরা

ছবিঃ- গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিগব্যাশ লীগে (বিবিএল) শুক্রবারে দিনের একমাত্র খেলায় মুখোমুখি হবে হোবার্ট হ্যারিকেন্স এবং সিডনি থান্ডার। হোবার্টের বেলারিভ ওভালে বাংলাদেশ সময় বেলা ২.১৫ মিনিটে দুই দল মুখোমুখি হবে।


মাঠে মুখোমুখি হওয়ার আগে দুই দলই আছে দারুণ ছন্দে। মৌসুমে এখন পর্যন্ত খেলা দুটো ম্যাচেই জয় পেয়েছে দল দুইটি। রানরেটে এগিয়ে থাকায় থান্ডাররা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।



promotional_ad

অপরদিকে হ্যারিকেন্স আছে টেবিলের তিন নম্বর স্থানে। তবে হোবার্ট হ্যারিকেন্সের জন্য দুঃসংবাদ; ইনজুরির কারণে তাঁরা দলে পাচ্ছে না পেসার তাইমাল মিলসকে।


পুরো আসর থেকেই ছিটকে গিয়েছেন মিলস। তবে মিলস না থাকলেও তারকায় ভরা হ্যারিকেন্স দল। ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন দলটিতে আছেন ডা'রসি শর্ট, জর্জ বেইলি, জেমস ফকনার, জোহান বোথা ও জোফরা আর্চারের মতো তারকারা।


অপরদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার বেশি না থাকলেও অনেকটাই হোবার্টের সমান শক্তির দল সিডনি থান্ডার। শেন ওয়াটসনের দলে আছেন কালাম ফার্গুসন, জো রুট, জশ বাটলার ও জনাথন কুকদের মতো তারকারা।



হোবার্ট হ্যারিকেন্স দলঃ ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডা'রসি শর্ট, বেন ম্যাকডার্মট, জর্জ বেইলি, সাইমন মিলেনকো, জেমস ফকনার, জোহান বোথা, জোফরা আর্চার, ক্লাইভ রোজ, রাইলি মেরিডিথ, অ্যালেক্স ডুলান, জেক ডরান, ডেভিড মুডি


সিডনি থান্ডার দলঃ শেন ওয়াটসন (অধিনায়ক), জশ বাটলার (উইকেটরক্ষক), কালাম ফার্গুসন, জো রুট, জেসন সাংঙ্ঘা, ড্যানিয়েল স্যামস, ক্রিস গ্রিন, নাথান ম্যাক অ্যান্ড্রু, জনাথন কুক, স্যাম রেইনবার্ড, ফাওয়াদ আহমেদ, অর্জুন নায়ার, গুরিন্দার সান্ধু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball