promotional_ad

কালান্দার্সে খেলতে পেরে রোমাঞ্চিত ডি ভিলিয়ার্স

ডি ভিলিয়ার্স
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন প্রোটিয়া তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।


আগামী পাকিস্তান সুপার লীগের (পিএসএল) আসরে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাঁকে। কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ডি ভিলিয়ার্স। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 


'আমি অনেক খুশি লাহোর কালান্দার্সের হয়ে আগামী আসরের পিএসএল খেলার সুযোগ পেয়ে। কালান্দার্স দলটি দারুণ এবং তাদের ক্রিকেটাররা দারুণ।'


লাহোরের দলটিতে মোহাম্মদ হাফিজ, কার্লোস ব্র্যাথওয়েট, ফখর জামানদের মতো ক্রিকেটারদের সাথে খেলবেন ডি ভিলিয়ার্স।



promotional_ad

প্রোটিয়া এই তারকার মতে তাঁর দলটি এবার যথেষ্ট শক্তিশালী। তিনি বলেন, 'স্কোয়াডটি বেশ শক্তিশালী মনে হচ্ছে এবং আমি রোমাঞ্চিত তাদের হয়ে খেলার জন্য।'  


উল্লেখ্য চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এবি ডি ভিলিয়ার্স। তবে আইপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে খেলবেন তিনি বলে ঘোষণা দেন।


সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় আয়োজিত টি টুয়েন্টি টুর্নামেন্ট এমজানসি সুপার লীগে তুষওয়ানে স্পার্টানসের হয়ে খেলছেন ডি ভিলিয়ার্স। 


লাহোর কালান্দার্স দলঃ 


রিটেইন ক্রিকেটারঃ ফখর জামান, ইয়াসির শাহ, শাহিন শাহ আফ্রিদি, অ্যান্টন ডেভচিচ, রাহাত আলি, আঘা সালমান, সোহেল আখতার, হাসান খান। 



ড্রাফট থেকে নেয়া ক্রিকেটার- এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ হাফিজ, কার্লোস ব্র্যাথওয়েট, কোরি অ্যান্ডারসন, সন্দীপ লামিচানে, হ্যারিস সোহেল, মোহাম্মদ ইমরান, উমাইর মাসুদ


অতিরিক্তঃ ব্র্যান্ডন টেইলর, গহর আলি, আইজাজ চিমা, হ্যারিস রফ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball