নিলামে নেই ম্যাক্সওয়েল-ফিঞ্চরা, আছেন মালিঙ্গা

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ সালের আইপিএলে খেলবেন না দুই অজি ক্রিকেটার অ্যারন ফিঞ্চ এবং গ্লেন ম্যাক্সওয়েল। সামনের বছরে অনুষ্ঠেয় বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজের ব্যস্ততায় আইপিএলের নিলামে নাম দেননি তাঁরা।
ফিঞ্চ এবং ম্যাক্সওয়েল- দুইজনকেই তাঁদের দল যথাক্রমে কিংস ইলেভেন পাঞ্জাব এবং দিল্লী ক্যাপিটালস থেকে একটি মৌসুমে খেলার পরে নিলামের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল।

তবে ১৮ই ডিসেম্বর ভারতের জয়পুরে অনুষ্ঠেয় এই নিলামে অনেকটা অপ্রত্যাশিতভাবেই নাম উঠতে যাচ্ছে লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। আইপিএলের শুরু থেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে খেলার পরে সর্বশেষ আসরে মুম্বাইয়ের মেন্টর ছিলেন মালিঙ্গা।
এবার মুম্বাইয়ের সঙ্গে কোচিং চুক্তি মিটিয়ে আবারও আইপিএলে নাম লেখাতে যাচ্ছেন তিনি। এছাড়া এবারের আইপিএলে খেলতে দেখা যেতে পারে তরুণ ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানকে।
নিলামে কারান এবং মালিঙ্গার সর্বনিম্ন ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি ভারতীয় রুপি। কারান এবং মালিঙ্গার মতো একই ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ব্রেন্ডন ম্যাককালাম, ডা'রসি শর্ট এবং কোরি অ্যান্ডারসনের ক্ষেত্রেও।
বিদেশী তারকাদের মধ্যে নিলামে আরও আছেন প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইনও। তাঁর সর্বনিম্ন ভিত্তিমূল্য দেড় কোটি রুপি। ভারতীয় তারকা যুবরাজ সিংয়ের সর্বনিম্ন ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি রুপি।
এছাড়া ভারতের তুলনামূলক সুপরিচিত ক্রিকেটারদের মধ্যে নিলামে আছেন মোহাম্মদ সামি, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাত। এদের মধ্যে উনাদকাতের সর্বনিম্ন ভিত্তিমূল্য দেড় কোটি রুপি হলেও বাকিদের এক কোটি রুপি।