নতুন কোচ নিয়োগ দিল পাঞ্জাব

ছবি: রায়ান হ্যারিস, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আগামী আসরের জন্য অস্ট্রেলিয়ার সাবেক পেসার রায়ান হ্যারিসকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
সাবেক ভারতীয় পেসার ভেংকটেশ প্রসাদের স্থলাভিষিক্ত হয়েছেন এই অজি। কোচ হিসেবে এরই মধ্যে অবশ্য সুনাম কুড়িয়েছেন হ্যারিস। চলতি বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তাঁর তত্ত্বাবধানেই অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দল বিশ্বকাপের রানার্স আপ হয়েছিল।

এবার পাঞ্জাবের সাথে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি। হ্যারিসের পাশাপাশি পাঞ্জাব ফ্র্যাঞ্চাজিটি ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে।
বর্তমানে নিজ দেশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক এই ক্রিকেটার। এদিকে হ্যারিস এবং ম্যাকমিলানের মতো অভিজ্ঞদের দলে পেয়ে পাঞ্জাবের কোচ মাইক হ্যাসন স্বভাবতই উচ্ছ্বসিত। তিনি বলেছেন,
'হ্যারিস এবং ম্যাকমিলানের মতো কোচরা দলের অনেক বড় সম্পদ হিসেবে গণ্য হবে। তাঁরা উভয়ই বড় মঞ্চে পারফর্ম করেছে এবং কোয়ালিটি সম্পন্ন কোচ হিসেবে প্রমাণ করেছে। কোচিং দলে তাদেরকে পাওয়া আসলেই বিশেষ কিছু।'
উল্লেখ্য আগামী আইপিএল আসরকে সামনে রেখে ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। যেখানে রয়েছেন যুবরাজ সিং, অ্যারন ফিঞ্চ এবং অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটাররা। অপরদিকে তাঁরা দলে ভিড়িয়েছে মার্কাস স্টয়নিসকে।