ঢাকাকে শিরোপা এনে দেওয়ার আশ্বাস পোলার্ডের

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা ডায়নামাইটসের হয়ে শিরোপা জিততে চান ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ড। ঢাকা ডায়নামাইটসের পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন তিনি।
সেখানে পোলার্ড বলেন, 'বিপিএল ২০১৯ খেলার জন্য মুখিয়ে আছি। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে আসছি। ঢাকার হয়ে শিরোপা জয় করতে চাই।'

৩১ বছর বয়সী পোলার্ড গতবারও খেলেছেন ডায়নামাইটসের হয়ে। এবার তাঁকে দলে রেখে দিয়েছিলো ফ্রেঞ্চাইজিটি। যার কারণে ড্রাফটে আসেনি পোলার্ডের নাম।
অবশ্য ঢাকার সঙ্গে সম্পর্কটাও বেশ পুরানো পোলার্ডের। বিপিএলের শুরুর দিকের ফ্রেঞ্চাইজি ঢাকা গ্লাডিয়েটরসের হয়েও খেলেছিলেন ক্যারিবিয়ান এই হার্ডহিটার অলরাউন্ডার।
গ্লাডিয়েটরসের বিপিএল যাত্রা থেমে গেলেও পোলার্ডের সঙ্গে সম্পর্কের ইতি ঘটেনি ঢাকার। ডায়নামাইটসের হয়েও নিয়মিত খেলেছেন তিনি।
এই মুহূর্তে জাতীয় দলে ব্যস্ত সময় কাটাচ্ছেন পোলার্ড। বিপিএল শুরুর আগেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি।