রাজশাহীর হয়ে মাঠ মাতাবেন নতুন দুই বিদেশী ক্রিকেটার

জোনকার ও কাইস
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আমেজ শুরু হয়ে গেছে কদিন আগে থেকেই। দলগুলো এখন থেকেই নিজেদের গোছানো শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নতুন দুই বিদেশী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে রাজশাহী কিংস।


তারা দলে ভিরিয়েছে প্রোটিয়া ব্যাটসম্যান ক্রিস্টিয়ান জোনকার ও আফগান যুবা পেসার কাইস আহমদকে। প্রোটিয়াদের হয়ে খুব বেশি ম্যাচে মাঠে নামা হয়নি জোনকারের। তিনি মোটে ২ টি ওয়ানডে ও ২ টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন।


promotional_ad

৮৫ টি ঘরোয়া টি-টুয়েন্টি ম্যাচে ১ হাজার ৭২৬ রান করেছেন তিনি। মূলত এই পারফর্মেন্স দেখেই জোনকারকে দলে টেনেছে বিপিএলের এবারের আসরের শিরোপা প্রত্যাশী রাজশাহী কিংস।


এদিকে, আফগান পেসার কাইস আহমদের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। তবে যুব দলের হয়ে দারুণ পারফর্মেন্স করেছেন এই পেসার। যুব বিশ্বকাপের গত আসরেও চমক দেখিয়েছেন তিনি।


ছিলেন আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি। পেস বোলিংয়ে নিয়েছিলেন ১৭ টি উইকেট। সদ্য শেষ হওয়া যুব এশিয়া কাপের আসরেও বল হাতে চমক দেখিয়েছেন কাইস।


এদিকে, সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের ৫ জানুয়ারি মাঠে গড়াবে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট বিপিএল এর ষষ্ঠ সংস্করণের খেলা। এই আসরকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball