promotional_ad

রিয়াদ ঝড়ে প্লে-অফে সেন্ট কিটস

সেন্ট কিটসের জার্সিতে মাহমুদুল্লাহ রিয়াদ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অবশেষে চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) হেসেছে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট। দলের পক্ষে ১১ বলে ২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলার পাশাপাশি সেন্ট কিটসকে প্লে অফে নিয়ে যান তিনি।


মাচ শুরুর আগে সমীকরণ ছিল যে আন্দ্রে রাসেলের জ্যামাইকাকে হারালেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে দলটির। কারণ সেন্ট লুসিয়া তাদের সবকটি ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ছিল টেবিলের পঞ্চম স্থানে।


আর এই ম্যাচ শুরুর আগে ৭ পয়েন্ট ছিল সেন্ট কিটসের। এই সমীকরণ মাথায় নিয়েই টসে জিতে প্রথমে জ্যামাইকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সেন্ট কিটস। 


ব্যাট করতে নেমে দলীয় ৪২ রানের মধ্যে ওপেনার জনসন চার্লস এবং তিন নম্বরে নাম্বা কেনার লুইসকে হারালেও আরেক ওপেনার গ্লেন ফিলিপ্সের ব্যাটে রান তুলতে থাকে জ্যামাইকা।


promotional_ad

দলীয় ৮২ রানে ফিলিপ্স ৪০ করে বিদায় নিলেও রোভম্যান পাওয়েল এবং ডেভিড মিলার মিলে দলের পক্ষে রানের চাকা সচল রাখেন। দুজন মিলে ৭৯ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের পথে নিয়ে যেতে থাকেন।


পাওয়েল ৮০ করে বিদায় নিলে মিলার ফেরেন ৩২ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রানের পুঁজি পায় দলটি। সেন্ট কিটসের হয়ে বেন কাটিং ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। 


জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'তে ৬২ রান যোগ করে সেন্ট কিটস। এরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। অনেকক্ষণ বৃষ্টির কারনে খেলা বন্ধ থাকার পর সিদ্ধান্ত হয় বৃষ্টি আঈনে ম্যাচটি পরিচালনা করার।


এরপর সেখান থেকে শেষ ৪.৩ ওভারে সেন্ট কিটসকে করতে হত আরও ৫৩ রান। কিন্তু বৃষ্টি থামার পর পরই জোড়া উইকেট হারিয়ে বসে সেন্ট কিটস। গেইল ৪০ এবং বেন কাটিং ফেরেন ০ রানে।


তিন উইকেট হারানো সেন্ট কিটসের হয়ে পাঁচ নম্বরে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১১ বলে ২ চার এবং ২ ছক্কায় ২৮ রান করে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সেন্ট কিটস। 


ম্যাচ সেরা ভার ডাসেন অপরাজিত থাকেন ৪৫ রান নিয়ে। জ্যামাইকার হয়ে সান্টোকি, থমাস এবং অ্যাডাম জাম্পা নেন ১টি করে উইকেট। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই প্লে অফে চলে যায় মাহমুদুল্লাহ রিয়াদ-ক্রিস গেইলরা।


জ্যামাইকা তালাওয়াসঃ ২০ ওভার, ২০৬/৬ (রোভম্যান পাওয়েল ৮০) 


সেন্ট কিটসঃ ১০.১ ওভার, ১১৮/৩ (গেইল ৪০, ভার ডাসেন ৪৫* রিয়াদ ২৮*)  


ফলাফলঃ বৃষ্টি আঈনে ৭ উইকেটে জয়ী সেন্ট কিটস  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball