promotional_ad

বিসিএলের সেরা একাদশ

promotional_ad

মাত্রই শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) আসর। আর এই টুর্নামেন্ট শেষে বর্তমানে চলছে ক্রিকেটারদের পারফর্মেন্স নিয়ে নানা বিশ্লেষণ। সেই ধারাবাহিকতায় এবার ক্রিকফ্রেঞ্জিও তৈরি করেছে বিসিএলের সেরা একাদশ।


এই একাদশে জায়গা পেয়েছেন টুর্নামেন্টের সেরা পারফর্মাররা। এদের মধ্যে আছেন লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আব্দুর রাজ্জাকরাও। 


দেখে নিন ক্রিকফ্রেঞ্জির তৈরিকৃত বিসিএলের সেরা একাদশটি- 


১। লিটন কুমার দাসঃ বিসিএলে ইস্ট জোনের হয়ে ব্যাট হাতে ৬ ম্যাচে ৯৭.৩৭ গড়ে ৭৭৯ রান সংগ্রহ করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। রয়েছে একটি ডাবল সেঞ্চুরিসহ ৩টি সেঞ্চুরি। আর হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ৩টি। সুতরাং তাঁকে ছাড়া একাদশ কল্পনা করা বেশ কষ্টকরই বলা যায়।  


২। তুষার ইমরানঃ ঘরোয়া ক্রিকেটের লিজেন্ডারি ব্যাটসম্যান হিসেবে পরিচিত তুষার ইমরান রয়েছেন বিসিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয়তে। ৬ ম্যাচে ৯০.৬২ গড়ে ৭২৫ রান সংগ্রহ করেছেন তিনি। হাঁকিয়েছেন ৪টি সেঞ্চুরি এবং ৩টি হাফসেঞ্চুরি। 
 
৩। সাদমান ইসলাম অনিকঃ ব্যাট হাতে কম যাননি সাদমান ইসলাম অনিকও। সেন্ট্রাল জোনের এই বাঁহাতি ব্যাটসম্যান করেছেন ৬ ম্যাচে ৬২.৫০ গড়ে ৫০০ রান। রয়েছে ২টি সেঞ্চুরিসহ ৩টি হাফসেঞ্চুরি। যেখানে তাঁর সর্বোচ্চ ইনিংস ১১২ রানের। 


৪। মমিনুল হকঃ দেশের ক্রিকেটে টেস্ট স্পেশালিষ্ট হিসেবেই অধিক পরিচিত মমিনুল হক সৌরভ। এবারের বিসিএলে এর প্রমাণ ভালোভাবেই রেখেছেন তিনি। ৫ ম্যাচ খেলে ২টি সেঞ্চুরিসহ ৫১.১২ গড়ে ৪০৯ রান সংগ্রহ তাঁর। তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি ২৫৮ রানের। 



promotional_ad

৫। আরিফুল হকঃ  শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিলো অলরাউন্ডার আরিফুল হকের। মূলত ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্স দিয়েই দেশের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ২৫ বছর  বয়সী আরিফুল এবার উজ্জ্বল পারফর্মেন্স করেছেন বিসিএলেও। 


৬ ম্যাচে ৪৪ গড়ে ৩৫২ রান সংগ্রহ করেছেন তিনি। ২টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন নর্থ জোনের এই ক্রিকেটার। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও দারুণ খেলেছেন তিনি। ৬ ম্যাচে শিকার করেছেন ১৬ উইকেট। সুতরাং একাদশে একমাত্র স্পেশালিষ্ট অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে আরিফুলকেই।


৬। মোসাদ্দেক হোসেন সৈকতঃ  এবারের বিসিএলে সাউথ জোনের এই তারকা ব্যাটসম্যান করেছেন ৪ ম্যাচে ৮৬ গড়ে ২৫৮ রান। রয়েছে ২টি সেঞ্চুরিও। যেখানে তাঁর সর্বোচ্চ স্কোর ১১০ রানের। ইনজুরির কারণে বাকি দুই ম্যাচে খেলতে পারলে হয়তো আরো বেশি রান করতে পারতেন তিনি।  


৭। জাকির হাসানঃ উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে একাদশে জায়গা পেয়েছেন ইস্ট জোনের জাকির হাসান। ৩ ম্যাচে ৮৯.৫০ ৩৫৮ রান সংগ্রহ করেছেন তিনি। আর সেঞ্চুরি হাঁকিয়েছেন দুটি। রয়েছে একটি ডাবল সেঞ্চুরিও। 


৮। আব্দুর রাজ্জাকঃ জাতীয় দলে নিয়মিত না হলেও ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছেন স্পিন তারকা আব্দুর রাজ্জাক। এই ৩৫ বছর বয়সে এসেও নিজের বোলিং ঘূর্ণির কারিশমা দেখিয়ে যাচ্ছেন তিনি। মাত্র ৬ ম্যাচে ৪৩ উইকেট শিকার করেছেন তিনি। অবিস্মরণীয় এই পারফর্মেন্সের পর স্বাভাবিকভাবেই উইকেট শিকারিদের তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি। আর ক্রিকফ্রেঞ্জির একাদশেও অনুমিত ভাবেই জায়গা হয়েছে সাউথ জোনের এই স্পিনারের।   


৯। সোহাগ গাজিঃ ইস্ট জোনের হয়ে বিসিএলে খেলা সোহাগ গাজীও খুব একটা খারাপ বোলিং করেননি। যদিও রাজ্জাকের থেকে অনেকটাই পিছিয়ে আছেন তিনি। ৬ ম্যাচে তাঁর শিকার ২৯টি উইকেট। 



১০। আবু জায়েদ রাহিঃ ৫ ম্যাচে ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার তৃতীয়তে আছেন ইস্ট জোনের পেসার আবু জায়েদ রাহী। তাঁর সেরা বোলিং ফিগার ৮/১৪২। 


১১। এবাদত হোসেনঃ সেন্ট্রাল জোনের এই পেসারও দারুণ বোলিং করেছেন এবারের বিসিএলে। ৩ ম্যাচে ১৩টি উইকেট শিকার করেছেন রবি পেসার হান্টের এই আবিষ্কার। 


১২তম ক্রিকেটারঃ ৩ ম্যাচে ৬৯.৫০ গড়ে ২৭৮ রান সংগ্রহ করেছেন ইস্ট জোনের ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব। যেখানে রয়েছে তাঁর ২টি সেঞ্চুরি। তবে আফিফকে রাখা হয়েছে ১২তম ক্রিকেটার হিসেবে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball