ওয়ার্নের কাছে হার মানতে হলো পন্টিংকে

ছবি:

আইপিএলের ষষ্ঠ ম্যাচে রিকি পন্টিংয়ের দিল্লী ডেয়ারডেভিলসকে ১০ রানে হারিয়েছে (বৃষ্টি আইনে) শেন ওয়ার্নের রাজস্থান রয়ালস। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থান রয়ালসের।
দলীয় ১১ রানেই ওপেনার ডি আর্কি শর্টকে (৬) হারায় তারা। এরপরে দলীয় ২৮ রানে ফিরে যান তিনে নামা বেন স্টোকসও (১৬)। তারপরে অধিনায়ক অজিঙ্কা রাহানের সঙ্গে যোগ দেন সাঞ্জু স্যামসন। এই দুজন মিলে গড়েন ৬২ রানের জুটি। স্যামসন ২২ বলে ৩৭ রান করে ফেরত যান।

এরপরে রাহানেও ৪৫ রান করে ফিরে যান। শেষদিকে ১৮ বলে ২৯ রানের ক্যামিও খেলে ফিরে যান দলের উইকেটরক্ষক জশ বাটলারও। শেষপর্যন্ত ১৭.৫ ওভারে ১৫৩ রান করে রাজস্থান। আর এরপরেই বৃষ্টির বাঁধায় লম্বা সময় খেলা বন্ধ থাকে।
দিল্লীর বোলারদের মধ্যে স্পিনার শাহবাজ নাদিম দুই উইকেট পান। একটি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট এবং মোহাম্মদ শামি। এরপরে খেলা শুরু হলে বৃষ্টি আইনে দিল্লীর সামনে লক্ষ্য দাঁড়ায় ছয় ওভারে ৭১।
গ্ল্যান ম্যাক্সওয়েলের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুর বলেই রানআউট হন কলিন মুনরো (০)। দলীয় ৪৬ রানে (পাঁচ ওভার) ফিরে যান ম্যাক্সওয়েল (১২ বলে ১৭) এবং রিশভ পান্ত (১৪ বলে ২০)। শেষপর্যন্ত ছয় ওভারে চার উইকেটে ৬০ রানে রানেই থামতে হয় দিল্লীকে।