দুঃসংবাদ দিলেন তাসকিন, মিরাজ

ছবি:

১০ই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের খেলা। এই লীগে খেলার কথা ছিলো জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ এবং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের।
তবে এবার জানা গিয়েছে বিসিএলের চতুর্থ রাউন্ডে চোটের কারণে খেলা হচ্ছে না তাসকিন এবং মিরাজের। তাদের পাশাপাশি বিসিএলে খেলবেন না মোসাদ্দেক হোসেন সৈকতও। জানা গেছে ক্রিকেট থেকে নিজেই কিছুদিনের জন্য ছুটি চেয়েছেন সৈকত। আর তাঁর ছুটি মঞ্জুরও করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তাসকিন পিঠে এবং মিরাজ কাঁধে কিছুটা চোট পেয়েছেন। খুব বেশি গুরু???র আঘাত না হলেও তাদের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে বিসিএলে না খেলা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন মমিনুল হক, ইমরুল কায়েস, তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানও। এদের মধ্যে সাকিব এবং মুস্তাফিজ আইপিএলে খেলতে বর্তমানে অবস্থান করছেন ভারতে।
অপরদিকে মমিনুল এবং ইমরুল গিয়েছেন ওমরাহ পালন করতে। আর তামিম ভুগছেন হাঁটুর ইনজুরিতে। গত নিদাহাস ট্রফিতেই হাঁটুতে চোট পেয়েছিলেন তামিম। এখনও পুরোপুরি সুস্থ না হয়ে ওঠার কারণে বিসিএলে খেলা হচ্ছে না তাঁরও।
অবশ্য জাতীয় দলের আরেক ক্রিকেটার রুবেল হোসেনও চতুর্থ রাউন্ডে খেলতে পারবেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা জানা গেছে বর্তমানে অসুস্থ হয়ে গ্রামের বাড়িতে অবস্থান করছেন রুবেল।