promotional_ad

দুঃসংবাদ দিলেন তাসকিন, মিরাজ

promotional_ad

১০ই এপ্রিল  থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের খেলা। এই লীগে খেলার কথা ছিলো জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ এবং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের।


তবে এবার জানা গিয়েছে বিসিএলের চতুর্থ রাউন্ডে চোটের কারণে খেলা হচ্ছে না তাসকিন এবং মিরাজের। তাদের পাশাপাশি বিসিএলে খেলবেন না মোসাদ্দেক হোসেন সৈকতও। জানা গেছে ক্রিকেট থেকে নিজেই কিছুদিনের জন্য ছুটি চেয়েছেন সৈকত। আর তাঁর ছুটি মঞ্জুরও করা হয়েছে। 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তাসকিন পিঠে এবং মিরাজ কাঁধে কিছুটা চোট পেয়েছেন। খুব বেশি গুরু???র আঘাত না হলেও তাদের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।



promotional_ad

এদিকে বিসিএলে না খেলা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন মমিনুল হক, ইমরুল কায়েস, তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানও। এদের মধ্যে সাকিব এবং মুস্তাফিজ আইপিএলে খেলতে বর্তমানে অবস্থান করছেন ভারতে।


অপরদিকে মমিনুল এবং ইমরুল গিয়েছেন ওমরাহ পালন করতে। আর তামিম ভুগছেন হাঁটুর ইনজুরিতে। গত নিদাহাস ট্রফিতেই হাঁটুতে চোট পেয়েছিলেন তামিম। এখনও পুরোপুরি সুস্থ না হয়ে ওঠার কারণে বিসিএলে খেলা হচ্ছে না তাঁরও।


অবশ্য জাতীয় দলের আরেক ক্রিকেটার রুবেল হোসেনও চতুর্থ রাউন্ডে খেলতে পারবেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা জানা গেছে বর্তমানে অসুস্থ হয়ে গ্রামের বাড়িতে অবস্থান করছেন রুবেল।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball