গেইলের পরিবর্তে খেলতে নেমে রেকর্ড বুকে মুজিব

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চলতি আসরের দ্বিতীয় ম্যাচে আজ কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
আর এই ম্যাচে পাঞ্জাব দলে খেলছেন আফগানিস্তানের অফ স্পিনার মুজিব উর রহমান। একই সাথে দারুণ একটি রেকর্ডও গড়েছেন তিনি।
ক্রিস গেইলের পরিবর্তে পাঞ্জাবের জার্সি গায়ে খেলতে নেমে সবথেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার রেকর্ড গড়েছেন আফগান মুজিব।

বর্তমানে তাঁর বয়স ১৭ বছর ১১দিন। এর আগে সবথেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার রেকর্ডটি ছিলো ভারতের সরফরাজ খানের।
১৭ বছর ১৭৭ দিনে অভিষেক হয়েছিলো তাঁর। ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে প্রথমবারের মতো আইপিএলে খেলেছিলেন মুজিব।
উল্লেখ্য আজকের ম্যাচে শুরুতে টসে জিতে দিল্লি ডেয়ারডেভিলসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্র অশ্বিন।