promotional_ad

সেরা পাঁচে মুস্তাফিজ

promotional_ad

মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়েই আজ পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১১ তম আসরের। জনপ্রিয় এই টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে ক্রিকেটারদের নিয়ে নানা হিসেব নিকেশ। 


বিশেষ করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়ার ক্ষমতা সম্পন্ন খেলোয়াড় কারা হতে পারেন এই নিয়েই এখন চলছে তুমুল আলোচনা। তারই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তালিকা প্রকাশ করেছে আইপিএলের বোলারদের নিয়ে ভিন্নধর্মী একটি পরিসংখ্যান। 


'স্মার্ট' ইকোনমি রেটের ওপর ভিত্তি করে সেরা পাঁচ বোলারের তালিকা প্রকাশ করেছে তারা। এখন প্রশ্ন হলো স্মার্ট ইকোনমি রেটটি আসলে কি? এটি আসলে একটি ম্যাচে প্রত্যেক বোলারের ইকোনমি রেটের তুলনা। মূলত এটি ধরা হয় পাওয়ারপ্লে, ইনিংসের মাঝের ওভারগুলো এবং ডেথ ওভারের উপর ভিত্তি করে।


যদিও কিছু ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করা হয় সেসকল বোলারদের প্রতি যারা শেষের পাঁচ ওভার বা পাওয়ারপ্লেতে রান কম দিতে পারে। এদিকে এই স্মার্ট বোলারের তালিকার সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন টাইগারদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও (চার নম্বর)।


আইপিএলের গত তিন আসরের পারফর্মেন্সের ওপর ভিত্তি করে এই স্মার্ট ইকোনমি রেট ধরা হয়েছে যেখানে মুস্তাফিজের ইকোনমি রেট ৬.৩২। মুস্তাফিজের আগে তালিকার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়তে আছেন যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান (৫.২৯), ভারতের রবিচন্দ্র অশ্বিন (৫.৬৮) এবং ক্যারিবিয়ান সুনীল নারিন (৬.০৮)।



promotional_ad

ফিজের পর পঞ্চমে অবস্থান করছেন আরেক ভারতীয় ক্রুনাল পান্ডিয়া (৬.৬১)। একদিক দিয়ে অবশ্য বাকি সবাইকে ছাড়িয়ে গিয়েছেন মুস্তাফিজ। এই পাঁচজনের তালিকায় একমাত্র পেসার তিনিই। বাকি সকলেই স্পিনার। 



এবার দেখে নেয়া যাক স্মার্ট ইকোনমি রেট নির্ধারণ করার জন্য যে তিনটি বিষয় বিবেচনা করতে হবে- 


১। আগের ওভার গুলোর রান সংখ্যা (প্রথম, দ্বিতীয় এবং সপ্তম ওভার ধরা হবে না)


২। এই সময়ের মধ্যে অন্যান্য বোলারদের রান সংখ্যা। 



৩। পুরো ম্যাচের ইকোনমি রেট। 


সুত্র- ক্রিকইনফো 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball