আরাফাত সানির ভেল্কি দেখলো ফতুল্লা

ছবি:

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ সকাল ৯টায় ডিপিএলের ম্যাচে মাঠে নেমেছে গাজি গ্রুপ ক্রিকেটার্স এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সুপার সিক্স পর্বের এই ম্যাচে শুরুতে টসে জিতে গাজিকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা।
তবে ব্যাটিংয়ে নেমে রীতিমত দোলেশ্বরের বোলারদের তোপের মুখে পরতে হয় জহুরুল ইসলামের নেতৃত্বাধীন গাজি গ্রুপ দলটিকে। এর ফলে মাত্র ২১.৪ ওভারে ৯৫ রানে অলআউট হয়ে যেতে হয়েছে তাদের।
গাজির ব্যাটিং লাইন আপে ধ্বস নামানোর মূল হোতা ছিলেন দোলেশ্বর বাঁহাতি স্পিনার নাসুম আহেমদ এবং অভিজ্ঞ আরাফাত সানি। এই দুই স্পিনার তুলে নিয়েছেন ৩ টি করে উইকেট। এছাড়াও সালাউদ্দিন শাকিল ২টি এবং ফরহাদ রেজা ১ টি উইকেট শিকার করেছেন।

গাজির পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার মেহেদি হাসান। এছারা মমিনুল হক ১৬ এবং নাদিফ চৌধুরী ১০ রান করেন। বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের ঘরেই পা রাখতে পারেননি।
গাজি গ্রুপ ক্রিকেটার্স-
মেহেদি হাসান, শফিউল হায়াত, মমিনুল হক, জহুরুল ইসলাম (অধিনায়ক), জাকের আলি (উইকেটরক্ষক), আসিফ আহমেদ, নাদিফ চৌধুরী, নাইম হাসান, আবু হায়দার রনি, টিপু সুলতান, ইয়াসিন আরাফাত।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-
লিটন কুমার দাস, ফজলে মাহমুদ, আবু সায়েম (উইকেটরক্ষক), মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, শরিফুল্লাহ, জাকারিয়া মাসুদ, ফরহাদ রেজা (অধিনায়ক), নাসুম আহমেদ, আরাফাত সানি, সালাউদ্দিন শাকিল।