ইকোনমি রেটে এগিয়ে স্পিনাররাই

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগের এবারের আসরে ভালোই ফর্মে আছেন পেসাররা বলতে হবে। কেননা অনেকটা পেস বান্ধব উইকেটেই খেলা হচ্ছে এবারের ডিপিএল।
উইকেট সংখ্যার দিক থেকে স্পিনারদের থেকে পেসাররা এগিয়ে আছেন অনেকখানি। আর এর চাক্ষুস প্রমাণ পাওয়া যায় সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার দিকে তাকালেই যেখানে জয়জয়কার পেসারদেরই।

তাই এই বিষয়টি মেনে নিয়েছেন আবাহনী লিমিটেডের অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিরাজ এই বিষয়ে বলছিলেন,
'আমি বলব, এখনো কিন্তু ঘরোয়া ক্রিকেটের উইকেটগুলো খুব ভালো থাকে। স্পিনাররা ইকোনোমি রেট খুব ভালো দিচ্ছে, হয়তো দিন শেষে দুই-তিনটা উইকেট পাচ্ছে। কিন্তু পেস বোলাররা অনেক ভালো বোলিং করেছে। বিশেষ করে মাশরাফি ভাই এবারের লিগে অনেক ভালো করেছেন। সর্বোচ্চ উইকেটশিকারি। ৩৮টি উইকেট পেয়েছে। এ রকম আর কেউ পায়নি। এটা আসলে আমাদের জন্য ইতিবাচক।'
তবে এক দিক থেকে পেসারদের থেকে স্পিনাররাই এগিয়ে আর সেটি হলো ইকোনমি রেট। মিরাজ তাই বললেন, 'স্পিনাররা খারাপ করেছে, ওই রকম না। সানজামুল (সানজামুল ইসলাম) ভাই ভালো বোলিং করেছে, সাকলাইন (সাকলাইন সজীব) ভাই ছিল, আমি ছিলাম। ওভারঅল যারা বোলিং করেছে, ভালো করেছে।’