ওয়ার্নারের অভাবে দুশ্চিন্তাগ্রস্ত নন সাকিবদের কোচ

ছবি:

বল টেম্পারিংয়ে জড়িত থাকার অপরাধে আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নার। সঙ্গত কারণে এবারের আইপিএলেও খেলবেন না সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ী অধিনায়ক।
আর তার বদলে এবারের আইপিএলে অধিনায়কত্ব করবেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। নতুন অধিনায়ক পেয়ে চিন্তিত নন হায়দ্রাবাদের কোচ টম মুডি। বরঞ্চ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মুডি। ওয়ার্নার এবং উইলিয়ামসনের পার্থক্য করতে গিয়ে তিনি বলেন,
'বড় ধরণের পার্থক্য আছে একজন আক্রমণাত্মক অধিনায়ক (উইলিয়ামসন) এবং একজন শারীরিক ভাষা প্রয়োগ করা আক্রমণাত্মক অধিনায়কের (ওয়ার্নার) উপর। যে একটু কম আবেগি সে অধিনায়ক হিসেবে আক্রমণাত্মক হবেই।

'অধিনায়কত্বের অনেক কিছুই শারীরিক ভাষায় প্রয়োগ করা লাগে। যদিও আমি আসলে বিষয়টিকে সেভাবে দেখছি না (উইলিয়ামসন ওয়ার্নারের বদলি হিসেবে)। উইলিয়ামসন এখন আমাদের ওপেনার, সে এখন আমাদের অধিনায়কও বটে।'
একইসাথে ওয়ার্নারের বিকল্প তার দলে না থাকলেও দলের ক্রিকেটাররা যথাসাধ্য চেষ্টা করবেন বলেও মত প্রকাশ করেছেন সাকিবদের কোচ। এই প্রসঙ্গে জা???ান,
'সে অন্য কারনেও আইপিএল মিস করতে পারতো। তার ইনজুরি হতে পারতো। তার মতো কেউ খেলবে না এটা বলা মুশকিল। নতুন কেউ অবশ্যই দেড়শো স্ট্রাইক রেটে খেলবে না, তবে ম্যাচে ভূমিকা রাখার মতো ক্রিকেটার আমাদের আছে। একজনের উপরে আমরা এতোটা আশাও করতে পারিনা।'