বল টেম্পারিং নিয়ে ক্যালিসের সতর্ক বার্তা

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী অলরাউন্ডার জ্যাক ক্যালিস তাঁর শিষ্যদের বল বিকৃতি নিয়ে সতর্ক করে দিয়েছেন।
কেপটাউন টেস্টে বল টেম্পারিং ইস্যু নিয়ে বর্তমানে তোলপাড় চলছে গোটা ক্রিকেট বিশ্বে। আর তাই আইপিএলে যেন কোনো প্রকার টেম্পারিং জনিত ঘটনা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন কেকেআর কোচ ক্যালিস।
শুধু তাই নয়, মাঠে নামার আগে ক্রিকেটারদের এই বিষয়ে সতর্ক করে দেবেন বলেও জানিয়েছেন প্রোটিয়া গ্রেট। রবিবার এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে ক্যালিস বলেছেন, 'এই ঘটনার পরে আমাদের বিষয়টা নিয়ে বসে নিজেদের মধ্যে কথা বলতে হবে। ক্রিকেটটা পরিচ্ছন্ন ভাবে খেলা উচিত। এর স্বচ্ছতা অবশ্যই বজায় রাখা উচিত।'

পরিচ্ছন্ন ক্রিকেট খেলার প্রতিও আহ্বান জানিয়েছেন ক্যালিস। পরিশ্রম করে নিজেদের সেরাটা বের করে আনার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। ক্যালিসের ভাষ্যমতে, 'আমাদের দলের ছেলেদের বলব, পরিশ্রম করো, লড়াই করো কিন্তু পরিচ্ছন্ন ক্রিকেট খেলো। এ ভাবেই আমাদের ছেলেদের মাঠে দেখতে চাই। নিয়মের মধ্যে থেকে, নৈতিক ভাবে যতটুকু করার, ততটুকুই করা উচিত। অবশ্য বরাবরই আমরা এ ভাবেই খেলে এসেছি আইপিএলে।'
২০১১ সাল থেকেই কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব পালন করা ক্যালিস কলকাতাকে নিজের শহর হিসেবেই বেশি দেখেন। বলা যায় কলকাতা দলটিকে নিজের পরিবারই বানিয়ে ফেলেছেন এই প্রোটিয়া কিংবদন্তী। তিনি বললেন,
'কেপ টাউনের চেয়ে এখন কলকাতাকেই বেশি করে নিজের শহর মনে হয়। আর আমাদের এই দলটা একটা পরিবারের মতো। সুন্দর পরিবেশের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার যাবতীয় উপাদানও রয়েছে। সব কিছু ঠিকঠাক চললে আমরা চ্যাম্পিয়ন হতেই পারি।'