মুস্তাফিজকে হিন্দি শেখাবে মুম্বাই ইন্ডিয়ানস!

ছবি:

প্রথমবারের মতো মুম্বাই ইন্ডিয়ান্সে ডাক পাওয়া মুস্তাফিজুর রহমানকে নিয়ে উচ্ছ্বাসে মেতেছে ফ্রেঞ্চাইজিটির কর্মকর্তা এবং খেলোয়াড়েরা। মুস্তাফিজকে নিয়ে ইতিমধ্যেই দারুণ একটি ভিডিও বানিয়েছে তারা।
নিজেদের অফিসিয়াল পেজে মুস্তাফিজকে নিয়ে করা ভিডিওটি এরই মাঝে দিয়ে রেখেছেন তারা। যেখানে দেখা যায়, ঢাকা থেকে মুস্তাফিজ মুম্বাইয়ে পৌঁছেছেন এবং বিমানবন্দরে ‘চেক ইন’ করেছেন। শেষে নিজের অনুভূতিও জানিয়েছেন এই কাটার মাস্টার।
তিনি বলেন, 'ফার্স্ট ইয়ার, নিউ টিম। অনেক ভালো লাগছে। আশা করি, এই ভালো লাগাটা সামনে আরও এগিয়ে নেবে।'

তবে এই ভিডিওর ক্যাপশন ছিল চমকপ্রদ। যেখানে লিখা ছিল, ‘পল্টন তোমাদের জন্য 'ভালো খবর'। মুস্তাফিজুর রহমান এসে গেছেন। তিনি মুম্বাইয়ে বাড়ির মতোই সমাদর পাবেন। তাহলে এবার তাকে আমরা কিছু হিন্দি শিখিয়ে দেই, নাকি?'
উল্লেখ্য, আইপিএলে নিজের প্রথম আসরে (২০১৬ সালে) সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। তার সে সময়ের অধিনায়ক ডেভিড ওয়ার্নার তার খেলা দেখে বাংলা ভাষাও শিখতে চেয়েছিলেন! এবার ভিডিওর ক্যাপশন অনুযায়ী মুম্বাই বাংলা শেখার চেষ্টা শুধু করেছে এরই মধ্যে!