promotional_ad

অভিজ্ঞতাই মাশরাফির মূল অস্ত্র

promotional_ad

বল হাতে মাশরাফি বিন মর্তুজা যে এখনও দেশের সেরা পেসার সেটি আবারো প্রমাণিত হলো ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সোমবারের ম্যাচে। এদিন ডিপিএলের সুপার সিক্স পর্বে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে খেলতে নেমে ৩২ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন নড়াইল এক্সপ্রেস।


আর এরই সাথে লিস্ট 'এ' ক্রিকেটের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ৩৫ উইকেট নিইয়ে এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন আরেক পেসার আবু হায়দার রনির। এবার এক ম্যাচ হাতে রেখেই ৩৮ উইকেট শিকার করে শীর্ষে উঠে আসলেন আবাহনীর পেস তারকা।


দারুণ এই অর্জনের পরও অবশ্য খুব বেশি উচ্ছ্বাসে মাততে দেখা যায়নি মাশরাফিকে। অনেকটা নির্লিপ্ত ভঙ্গীতেই ম্যাচ শেষে জানিয়েছেন নিজের পরিকল্পনার এবং সাফল্যের রহস্যের কথা। টি টোয়েন্টি থেকে অবসর নেয়ার ফলে ডিপিএলে পুরো মনোযোগ দেয়ার ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করেন মাশরাফি। টাইগার দলপতি বলছিলেন, 


'লিগের শুরুতে জানতাম এ মৌসুমে পুরোটা খেলার সুযোগ আছে। যেহেতু টি-টোয়েন্টি খেলছি না। নিদাহাস ট্রফিতে যাওয়ার সুযোগ ছিল না। চিন্তা ছিল পরের ওয়ানডে সিরিজ আসার আগে প্রস্তুতি যেন ঠিকঠাক হয়। এই লিগটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। এখনো পর্যন্ত সব ভালো যাচ্ছে। এটাই আমার কাছে বেশির গুরুত্বপূর্ণ।'



promotional_ad

তবে মাশরাফির মতো অনেক বোলারই পুরো টুর্নামেন্টে খেলেছেন। কিন্তু তাঁর থেকে উইকেট সংখ্যায় সকলেই পিছিয়ে আছেন অনেকটাই। এর সবই অবশ্য সম্ভব হয়েছে মূলত অভিজ্ঞতার কারণে। এটি অবশ্য নিজেও স্বীকার করে নিলেন ম্যাশ। বললেন, 


'যদি আমার খেলার কথা বলেন, সে জায়গায় পার্থক্য তৈরি হয়নি। পার্থক্য তৈরি হয়েছে সবকিছু সামলানোর ক্ষমতায়। এটা মাঠের বাইরেও হতে পারে। জিম, রানিং হতে পারে। সবকিছু মিলিয়ে হয়। এটা অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে হবে। আপনি যখন দীর্ঘদিন খেলবেন, মাঠের পারফরম্যান্সে সেটা সহায়তা করবে।' 


অবশ্য অভিজ্ঞতাকে এগিয়ে রাখলেও তরুণ ক্রিকেটারদের ইতিবাচক দিকগুলো তুলে ধরার পক্ষে কথা বলেছেন মাশরাফি। তাঁর মতে তরুণদের ভুলগুলো তুলে ধরে তাদেরকে সঠিকভাবে গাইড করতে পারলে ভবিষ্যতে তারা দলের হাল ধরতে পারবে। নড়াইল এক্সপ্রেস জানান, 


'প্রতিটা খেলোয়াড় চায় তার দলের হয়ে নিজের সেরাটা দিতে। নেতিবাচক দিক না ভেবে ইতিবাচক দিক দিয়ে ভাবা উচিত। বিশেষ করে তরুণদের ইতিবাচক দিকগুলা তুলে ধরা উচিত। ভুল তো আমরা সিনিয়ররাও করি। ওদের ইতিবাচক দিক তুলে সেভাবে তাদের গাইড করা উচিত। যাতে দু-তিন-চার বছর পর তারা বাংলাদেশকে ভালোভাবে সেবা দিতে পারে।' 



পরিশেষে নিজের পারফর্মেন্সে সন্তুষ্টির কথা জানাতে ভোলেননি মাশরাফি। টুর্নামেন্টে যা করতে চেয়েছেন তা সঠিকভাবে করতে পেরেছেন বলে মনে করেন তিনি। আর এই কারণে নিজের আত্মবিশ্বাসটাও বেড়েছে অনেকখানি। আবাহনীর এই ফ্রন্ট লাইন পেসার তাই বললেন,  


‘আমার জন্য ভালো সুযোগ ছিল নিজেকে তুলে ধরার। আমি যেটা চেয়েছিলাম, সেটা করতে পেরেছি। অনেক কিছুই নতুন করে করতে পেরেছি। আন্তর্জাতিক মানের না হলেও আমার আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করছে। আমার ব্যক্তিগত লক্ষ্য ছিল, আমি যেন ভালো ছন্দে থাকি, প্রস্তুতি যেন ভালো হয়। উইকেটসংখ্যা ব্যাপার না। যেটায় আমার মনোযোগ ছিল, এখন পর্যন্ত সেটা পেরেছি, এটাই বড় ব্যাপার।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball