বৃষ্টি ভাগ্যে ম্যাচ জিতল শেখ জামাল

ছবি:

ডিপিএলের সুপার সিক্স পর্বে আজ লড়াইয়ে নেমেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং গাজি গ্রুপ ক্রিকেটার্স। ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ৯ টায় মুখোমুখি হয় দুই দল। এদিন সকালে টসে জিতে শেখ জামাল দলটিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন গাজির অধিনায়ক জহুরুল ইসলাম।
পরবর্তীতে ব্যাটিং করতে নেমে গাজি গ্রুপের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৪ বল আগেই ২৪৮ রানে অলআউট হয়ে যায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন শেখ জামাল।
পরে বৃষ্টি আইনে আট রানে ম্যাচটিতে যেতে শেখ জামাল। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছে তারা। এদিকে শেখ জামালের ছুঁড়ে দেওয়া ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পেয়েছিলো গাজি গ্রুপ।
তবে মাত্র ৩১ রানের ব্যবধানে প্রথম সারির ৪ টি উইকেট হারিয়ে খেই হারায় দলটি। পঞ্চম উইকেটে আসিফ আহমেদকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী।
৮৭ রানের জুটিম গড়ার পরে দলীয় ১৭১ রানের সময় জাকের আউট হলে আবারো চাপে পড়ে দলটি। এরপরে শেষ ৩ ওভারে জয়ের জন্য ৩২ রানের প্রয়োজন থাকলেও ভাগ্য খারাপ গাজির।

দলীয় ২১৭ রানের (৭ উইকেট) সময় বৃষ্টি নামলে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। বৃষ্টি আইনে আট রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়নদের। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেছিলেন জাকের। ৫২ রান করে অপরাজিত ছিলেন আসিফ আহমেদ।
শেখ জামালের পক্ষে ২৭ রানের বিনিময়ে ৩টি উইকেট পান রবিউল হক। এর আগে নুরুলদের দলকে এত অল্প রানে গুঁটিয়ে দেয়ার পেছনে সবথেকে বেশি অবদান ছিলো গাজি গ্রুপের পেসার আবু হায়দার রনির। ৮.৪ ওভার বোলিং করে ৫৭ রানে একাই ৪ উইকেট শিকার করেছেন তিনি।
রনি ছাড়াও এদিন দারুণ বোলিং করেছেন পার্ট টাইম বোলার মমিনুল হক। ১০ ওভারে ৩৭ রানে ২ উইকেট শিকার করেছেন টাইগারদের লিটল মাস্টার। গাজির জিম্বাবুইয়ান রিক্রুট সিকান্দার রাজাও পেয়েছেন ২টি উইকেট। এদিকে শেখ জামালের পক্ষে তিন ব্যাটসম্যান পেয়েছেন ফিফটির দেখা।
ওপেনার সৈকত আলি ৫১, অলরাউন্ডার তানবির হায়দার ৫০ এবং জিয়াউর রহমান ৮৬ রান করেন। বাকি ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক নুরুল হাসানের ১৯ রান ছাড়া আর কেউই সেভাবে রান পাননি। তবে তিন ফিফটির পরেও শেষ পর্যন্ত অল্পতেই থামতে হয়েছে শেখ জামালকে।
সংক্ষিপ্ত স্কোর :
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৪৭.৪ ওভারে ২৪৮ (সৈকত ৫১, চাঁদ ১, রাকিন ১২, তানবীর ৫০, সোহান ১৯, জিয়াউর ৮৬, গাজী ৪, ইলিয়াস ৩, রবিউল ৬, অপু ০, রাহী ০*; রনি ৪/৫৭, টিপু ০/৩৭, নাঈম ০/২২, মেহেদী ১/৩৭, মুমিনুল ২/৩৭, রাজা ২/৫৭)।
গাজি গ্রুপ ক্রিকেটার্স: ৪৭ ওভারে ২১৭/৭ (জহুরুল ২৯, ইমরুল ৩৬, মুমিনুল ২, জাকের ৬১, রাজা ৪, আসিফ ৫২*, নাদিফ ১৫, মেহেদী ৮, রনি ১*; গাজী ১/৩১, রাহী ০/৪২, অপু ০/৪১, ইলিয়াস ১/৪২, রবিউল ৩/২৭, তানবীর ১/৩০)।
ফলাফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব বৃষ্টি আইনে ৮ রানে জয়ী।