আইপিএলেও দুঃসংবাদ শুনলেন স্মিথ-ওয়ার্নার
ছবি:

নিজেদের ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মুখোমুখি স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং বিতর্কে শেষপর্যন্ত এক বছরের জন্য তাদের নিষিদ্ধ ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া।
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নিষিদ্ধ ঘোষণা করার পরে আইপিএল থেকেও নিষেধাজ্ঞার বাণী শুনলো স্মিথ-ওয়ার্নার। এবারের আইপিএলে খেলা হচ্ছে দুই অজি ক্রিকেট যোদ্ধার।

বিষয়টি জানা গিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো থেকে। উল্লেখ্য, টেম্পারিং কেলেঙ্কারি মিডিয়ায় আসার পরই রাজস্থানের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে স্মিথ থেকে।
আর গত সোমবার সানরাইজার্সের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ওয়ার্নার। এতদিন অবশ্য বোঝাই যাচ্ছিলো বড় ধরণের কোনও শাস্তি পাবেন স্মিথ-ওয়ার্নার।
এবার ঠিক সেটাই হল। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল কর্মকর্তারা এতদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকেই চেয়ে ছিল। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার শাস্তি ঘোষণার পরে নিজেদের সিদ্ধান্ত জানালো তারা।