হায়দ্রাবাদের অধিনায়কত্ব ছাড়লেন ওয়ার্নার

ছবি:

আইপিএলের এগারতম আসরে সানরাইজার্স দলের অধিনায়ক হিসেবে দেখা যাবেনা ডেভিড ওয়ার্নারকে। দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তিনি। গত মঙ্গলবার এই পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
অবশ্য আগেই থেকেই বোঝা যাচ্ছিলো এবারের আইপিএলে তাকে নাও দেখা যেতে পারে। কেননা কেপটাউন টেস্টের বল টেম্পারিংয়ের ঘটনার অন্যতম হোতা ছিলেন অজি দলের এই সদ্য সাবেক হওয়া সহ অধিনায়ক।

ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য এরই মাঝে কড়া শাস্তি দেওয়ার আলামত দিচ্ছে ডেভিড ওয়ার্নারসহ বাকী দুইজনকে (অধিনায়ক স্মিথ ও ওপেনার বেনক্রফট)। এবার আবারো সেই ঘটনার মাশুল দিলেন ওয়ার্নার। আর দুইদিন আগে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিলো স্মিথের (রাজস্থান রয়ালসের পক্ষ থেকে)।
সানরাইজার্স দলের সি.ই.ও কে শানমুঘাম মিডিয়ার সামনে জানান, 'সাম্প্রতিক ঘটনার কারণে ডেভিড ওয়ার্নার অধিনায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন। দলের নতুন অধিনায়কের নাম শীঘ্রই ঘোষণা করা হবে।'
এদিকে সানরাইজার্স দলের অধিনায়ক হওয়ার প্রতিযোগিতায় আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। এই তালিকায় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনও আছেন। একইসাথে আছেন দলের ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানও।