promotional_ad

"বোলার" মমিনুলে বিপদে খেলাঘর

promotional_ad

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ সুপার লিগের ম্যাচে মাঠে নেমেছে গাজি গ্রুপ ক্রিকেটার্স এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে গাজি গ্রুপকে ব্যাটিংয়ে পাঠান খেলাঘরের অধিনায়ক নাজিমউদ্দিন। 


এরপর ব্যাটিংয়ে নেমে জিম্বাবুইয়ান রিক্রুট সিকান্দার রাজা এবং টাইগার ওপেনার ইমরুল কায়েসের হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৪ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড়া করায় গাজি গ্রুপ। মাত্র দুই দিন আগেই বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩ রানের ব্যবধানে হেরে গিয়েছিলো সিকান্দার রাজার জিম্বাবুয়ে।


আর এর ফলে ২০১৯ বিশ্বকাপের স্বপ্ন ভেস্তে যায় জিম্বাবুইয়ানদের। এবার হয়তো সেই আক্ষেপ ডিপিএলে খেলতে এসেই মেটাচ্ছেন রাজা। আজ ব্যাট হাতে ৯০ রান করে আউট হয়েছেন তিনি। অপরদিকে ইমরুল কায়েস খেলেছেন ৫৬ বলে ৬৩ রানের অনবদ্য একটি ইনিংস। এছাড়াও মমিনুল হক ৪৭, নাদিফ চৌধুরী ৪৫ এবং আসিফ আহমেদ ৩২ রান করেন। 


খেলাঘরের পক্ষে দারুণ বোলিং করেছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। ১০ ওভারে ৪৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। অপরদিকে মাসুম খান নিয়েছেন ২টি উইকেট। 



promotional_ad

গাজির ছুঁড়ে দেয়া ৩০৫ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলেন দুই ওপেনার রবিউল ইসলাম রবি এবং মাহিদুল ইসলাম অঙ্কন। ১০৮ রানের উদ্বোধনি জুটি গড়েন এই দুইজন। নাইম হাসানের বলে বোল্ড হওয়ার আগে নিজের হাফসেঞ্চুরি তুলে নেন রবি। ৬৭ রান করে রবি ফিরে গেলে ক্রিজে নেমেছিলেন ভারতীয় ব্যাটসম্যান আল মেনেরিয়া।


যদিও ২৫ রান করে সিকান্দার রাজার প্রথম শিকার হয়ে ফিরতে হয় তাঁকে। পরবর্তীতে অঙ্কন এবং রাফসান আল মাহমুদের ব্যাটে ভালোই এগিয়ে যাচ্ছিলো খেলাঘর। কিন্তু সেঞ্চুরির পথে এগিয়ে যেতে থাকা অঙ্কনকে এবার ১৭৩ রানের সময় উইকেটরক্ষক জাকের আলির হাতে ক্যাচ বানিয়ে ফেরান মমিনুল হক। 


আর অঙ্কন ফেরার পর পরই ২০০ রানের কোটা পার হওয়ার আগে দ্রুত ফিরে যান অধিনায়ক নাজিমউদ্দিন (৮) এবং রাফসান আল মাহমুদও (২০)। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত খেলাঘরের সংগ্রহ ৫ উইকেটে ২০১ রান (৩৮ ওভার)। 


গাজি গ্রুপ ক্রিকেটার্স-  



জহুরুল ইসলাম (অধিনায়ক), ইমরুল কায়েস, মমিনুল হক, মেহেদি হাসান, সিকান্দার রাজা, নাদিফ চৌধুরী, আসিফ আহমেদ, জাকের আলি (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, নাইম হাসান, টিপু সুলতান।


খেলাঘর সমাজ কল্যাণ সমিতি- 


রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), অমিত মজুমদার, আল মেনেরিয়া, রাফসান আল মাহমুদ, নাজিমউদ্দিন (অধিনায়ক), মাসুম খান, নিরজান ভদ্র, মোহাম্মদ সাদ্দাম, তানভির ইসলাম, আনজুম আহমেদ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball