promotional_ad

নাইমের বিদায়ে ব্যাটিংয়ে মুশফিক

promotional_ad

আজ ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডিপিএলের সুপার সিক্স পর্বে খেলতে নেমে প্রাইম দোলেশ্বরের জার্সি গায়ে দুর্দান্ত একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। আর তাঁর ১০৭ রানের ইনিংসটির সুবাদে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড়া করায় দোলেশ্বর। 


লিটনের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান এসেছে ফজলে মাহমুদের ব্যাট থেকে। এছাড়াও ৪২ রান করেছেন ইকবাল আব্দুল্লাহ। অপরদিকে ওপেনার ইমতিয়াজ হোসেন এবং অধিনায়ক ফরহাদ রেজা উভয়ই করেন ২৯ রান করে। রূপগঞ্জের পক্ষে নাইম ইসলাম ২টি উইকেট শিকার করেছেন। অপরদিকে মোহাম্মদ শহীদ এবং আসিফ হাসান ১টি করে উইকেট নিয়েছেন। 


এদিকে দোলেশ্বরের ছুঁড়ে দেয়া ২৫৮ রানের লক্ষ্যে এরই মধ্যে খেলতে নেমেছে রুপগঞ্জ। দুই ওপেনার আব্দুল মজিদ এবং মোহাম্মদ নাইমের উদ্বোধনী ১৪০ রানের জুটিতে দারুণ সূচনা পেয়েছিলো দলটি। এরপর ৫৮ রান করে মজিদ ফজলে মাহমুদের শিকার হয়ে ফিরলে শেষ পর্যন্ত এই জুটি ভাঙ্গে।


পরবর্তীতে স্কোরবোর্ডে ২২ রান যোগ করার পর সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ফিরে যান মোহাম্মদ নাইমও। ৮৮ রান করে শাহানুর রহমানের বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। আর নাইমের পর ক্রিজে যোগ দিয়েছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 



promotional_ad

এই রিপোর্ট লেখা পর্যন্ত রুপগঞ্জের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ১৬২ রান। ক্রিজে মুশফিক ১৬ এবং অধিনায়ক নাইম ইসলাম ১ রান নিয়ে ব্যাট করছেন।  


প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব- 


ইমতিয়াজ হোসেন, লিটন কুমার দাস, ফজলে মাহমুদ, ফরহাদ রেজা (অধিনায়ক), ফরহাদ হোসেন, আরাফাত সানি, শরিফুল্লাহ, মার্শাল আইয়ুব, শাহানুর রহমান, মামুন হোসেন, ইকবাল আব্দুল্লাহ। 


লিজেন্ডস অফ রুপগঞ্জ-



মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোশাররফ হোসেন, নাইম ইসলাম (অধিনায়ক), আসিফ হাসান, আব্দুল মজিদ, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন মিলন, সৈয়দ রাসেল, পারভেজ রসুল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball