আশরাফুলদের হারিয়ে শিরোপা জিতলো সৌম্যর দল

ছবি:

শুক্রবার সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে সাব্বির আশরাফুলদের দল লায়ন্সকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৌম্য-শুভাগতদের টাইগার্স। এদিন শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জিতে লায়ন্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন টাইগার্স অধিনায়ক মিলন।
এরপর ব্যাটিংয়ে নেমে টাইগার্স বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করতে সক্ষম হয় লায়ন্স দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন জাতীয় দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে স্থানীয় ব্যাটসম্যান খালিদের ব্যাট থেকে।
অপরদিকে দলটির অধিনায়ক সুমন সাহা ১৯ এবং মোহাম্মদ আশরাফুল ১৮ রান করতে সক্ষম হন। টাইগার্সের পক্ষে ৪ ওভার বোলিং করে ১৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন নয়ন। অপরদিকে সৌম্য সরকার ৪ ওভারে ২০ রানে ১ উইকেট নেন।

১৪৩ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার এবং মিলনের ব্যাটিং তান্ডবে ৩৭ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় সৌম্যদের দল। এদিন সৌম্য একাই ৬টি ছয় এবং ৪টি চারের সাহায্যে মাত্র ৩৪ বলে ৬৬ রানের ঝড়ো একটি ইনিংস খেলেছেন। এছাড়াও শুভাগত হোম খেলেছেন ১১ বলে ২৪ রানের আরেকটি অনবদ্য ইনিংস।
লায়ন্সের পক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন মোহাম্মদ আশরাফুল। সৌম্য ও শুভাগতর দারুণ ব্যাটিংয়ে এই নিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হলো টাইগার্স দলটি।
ছবি- সংগৃহীত