মেনেরিয়া ও অমিতের ব্যাটে বড় স্কোরের পথে খেলাঘর

ছবি:

বাংলাদেশ সময় সকাল ৯টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ডিপিএলের সুপার সিক্স পর্বে লড়াইয়ে নেমেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
এদিন শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার রবিউল ইসলাম রবি এবং মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে ভালোই সূচনা পেয়েছিলো নাজিমউদ্দিনের নেতৃত্বাধীন খেলাঘর দলটি। তবে দলীয় ৩৩ রানের মাথায় খেলাঘর শিবিরে প্রথম আঘাত হানেন দোলেশ্বর স্পিনার আরাফাত সানি।
অঙ্কনকে উইকেট রক্ষক লিটন কুমার দাসের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তিনি। যদিও এতে খুব একটা বিপদে পড়তে হয়নি খেলাঘরকে। কেননা ওপেনার রবি এবং তিন নম্বরে নামা ব্যাটসম্যান অমিত মজুমদারের ৮২ রানের অনবদ্য জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা।
আর এই জুটি গড়ার পথে রবি তুলে নেন তাঁর ব্যক্তিগত অর্ধশতক। এরপর অবশ্য ইনিংস বেশি লম্বা করতে পারেননি তিনি। ৬২ রান করে শরিফুল্লাহর প্রথম শিকারে পরিণত হয়ে ফিরতে হয়েছে তাকে। রবি ফিরে যাওয়ার পর অমিত মজুমদারের সাথে ব্যাটিংয়ের হাল ধরেন ভারতীয় আল মেনেরিয়া।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে খেলাঘরের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ১৫৫ রান (৩১ ওভার)। ক্রিজে ৩৮ রান নিয়ে অমিত এবং ২৬ রান নিয়ে ব্যাটিং করছেন মেনেরিয়া।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি-
রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), অমিত মজুমদার, আল মেনেরিয়া, রাফসান আল মাহমুদ, নাজিমউদ্দিন (অধিনায়ক), ্মইনুল ইসলাম, মাসুম খান, মোহাম্মদ সাদ্দাম, তানভির ইসলাম, হাসান মাহমুদ
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-
ইমতিয়াজ হোসেন, লিটন কুমার দাস (অধিনায়ক), ফজলে মাহমুদ, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, ইকবাল আব্দুল্লাহ, শরিফুল্লাহ, শাহানুর রহমান, ফরহাদ রেজা (অধিনায়ক), আরাফাত সানি, মামুন হোসেন।