promotional_ad

ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক নাসির

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্স রাউন্ডে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলতে নেমেছে গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গাজি গ্রুপ ক্রিকেটার্স। 


সকাল ৯টায় শুরু হওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথমে টসে জিতে আবাহনীকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানান গাজি গ্রুপ অধিনায়ক জহুরুল ইসলাম। এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র ১০ রানের মাথায় ওপেনার আনামুল হক বিজয়ের উইকেটটি হারিয়ে বসে নাসির হোসেনের দলটি। 


আনামুলকে (৮) সরাসরি বোল্ড করে গাজির পক্ষে ব্রেক থ্রু এনে দেন পেসার আবু হায়দার রনি। বিজয় ফেরার পর আরেক ওপেনার সাইফ হাসানের সাথে ক্রিজে যোগ নাজমুল হোসেন শান্ত। কিন্তু তিনিও বেশিক্ষন টিকতে পারেননি।


মাত্র ৩ রান করে মেহেদি হাসান মিরাজের প্রথম শিকার হয়ে ফিরতে হয়েছে তাঁকে। সেসময় আবাহনীর দলীয় স্কোর ছিলো ১৭ রান। তবে এরপর সাইফ এবং ভারতীয় রিক্রুট হানুমা বিহারীর ৫২ রানের জুটিতে দলীয় অর্ধশতক পার করে আবাহনী।



promotional_ad

কিন্তু এরপরেই দারুণ খেলতে থাকা সাইফকে নাইম হাসানের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান পার্টটাইম স্পিনার মমিনুল হক। ৩০ রান করে সাইফ আউট হলে বিহারীর সাথে ব্যাটিংয়ে যোগ দেন অধিনায়ক নাসির হোসেন। তবে মাত্র ১৬ মিনিট ক্রিজে থাকতে পেরেছেন তিনি। দলীয় ৯১ রানে নাইম হাসানের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় নাসিরকে (৯)। 


ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত আবাহনীর স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ১০৫ রান (৩০ ওভার)। ক্রিজে বিহারী অপরাজিত আছেন ৪৪ রানে। অপরদিকে তার সাথে ব্যাটিংয়ে যোগ দিয়েছেন মোহাম্মদ মিথুন (৮)।


আবাহনী লিমিটেড- 


সাইফ হাসান, আনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, হানুমা বিহারী, নাসির হোসেন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা।  



গাজি গ্রুপ ক্রিকেটার্স- 


ইমরুল কায়েস, জহুরুল হক (অধিনায়ক), মমিনুল হক, নাদিফ চৌধুরী, আবু হায়দার রনি, মেহেদি হাসান, আসিফ আহমেদ, জাকের আলি (উইকেটরক্ষক), নাইম হাসান, টিপু সুলতান, ফাওয়াদ আলম, আনুসতুপ মজুমদার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball