ফের পাকিস্তানে খেলতে চাইঃ তামিম

ছবি:

সুযোগ পেলে আবারো পাকিস্তানে খেলতে যেতে চান টাইগার ওপেনার তামিম ইকবাল খান। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) অফিসিয়াল টুইটারে এক ভিডিও বার্তায় এমনটা বলেছেন তিনি।
১৫ সেকেন্ডের ভিডিওটিতে তামিম জানান, 'সবসময়ের মতো এখানে আমাদের অনেক যত্নে রাখা হয়েছে। আমার মনে হচ্ছে খুব দ্রুতই ক্রিকেট পাকিস্তানে ফেরত আসবে। মাঠের অবস্থা উল্লেখ করার মতোই স্মরণীয়।

'বিশেষ করে দর্শকদের উল্লাস। মুহূর্তগুলো অনেক সুন্দর কেটেছে আমার। আমার যদি ভবিষ্যতে কখনো সুযোগ হয়, পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলার, তাহলে আমি অবশ্যই এখানে খেলতে আসবো।'
উল্লেখ্য, পিএসএলে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই পাকিস্তানে অবস্থান করছেন তামিম। গত মঙ্গলবার এলিমিনেটর-১ এর খেলায় মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েটা গ্লাডিয়েটর্সকে হারিয়ে বুধবারের এলিমিনেটর-২ এর ম্যাচে করাচি কিংসের মোকাবেলা করবে তামিম ইকবালের পেশোয়ার জালমি।
ম্যাচটি হবে লাহোরে। এরপরে জয়ী দল আগামী ২৫ই মার্চে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফাইনাল ম্যাচে অংশ নেবে। পিএসএলের ফাইনাল ম্যাচটি হবে করাচিতে।