মাশরাফির আবাহনীকে মাটিতে নামিয়ে আনলেন ইয়াসিন

ছবি:

ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) খেলায় গাজি গ্রুপের সামনে পাত্তাই পাচ্ছে না মাশরাফির আবাহনী। ২৬.১ ওভারে মাত্র ১১৩ রানেই গাজি গ্রুপের কাছে অলআউট হতে হয়েছে তাদের।
শুরুতে টসেও জিতেছিল গাজি। আসরের হট ফেভারিট মাশরাফিদের ব্যাটিংয়ের আমন্ত্রন জানালে অনেকেই অবাক হয় গাজি গ্রুপ অধিনায়ক জহরুলের এমন সিদ্ধান্তে।
তবে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ইয়াসিন আরাফাত মিশু। ৮.১ ওভার করে ৪০ রানের বিনিময়ে আঁটটি উইকেট তুলে নেন তিনি। বাকী দুই উইকেট তুলে নেন টিপু সুলতান।

আবাহনীর ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪৬ রান করেন দলের ভারতীয় রিক্রুট মানান শর্মা (সাত নম্বরে নেমে)। ৪০ রান করেন মোহাম্মদ মিথুন (পাঁচ নম্বরে নেমে)। এরপরে তৃতীয় সর্বোচ্চ মাত্র দশ রান!
করেছেন এনামুল হক বিজয়। এছাড়া ডাক মেরেছেন আবাহনীর পাঁচ ব্যাটসম্যান। এরা হলেন, নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সানজামুল ইসলাম এবং আরিফুল ইসলাম সবুজ।
আবাহনী একাদশঃ- এনামুল হক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন (অধিনায়ক), মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মানান শর্মা, মাশরাফি বিন মর্তুজা, সাঞ্জামুল ইসলাম, আরিফুল ইসলাম সবুজ, সন্দিপ রয়।
গাজি গ্রুপ একাদশঃ- জহরুল ইসলাম (অধিনায়ক), মেহেদী হাসান, মমিনুল হক, ইয়াসিন আরাফাত, আসিফ আহমেদ, ফাওয়াদ আলম, জাকের আলী (উইকেটরক্ষক), নাইম হাসান, টিপু সুলতান, নাদিফ চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি।