promotional_ad

মাশরাফির আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জালাল ইউনুসের

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকা দেখলেই সবার চোখ কপালে উঠবে। কারণ এই তালিকায় সবার উপরে আছেন দেশ সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা।


দেশের ওয়ানডে অধিনায়কের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে জাতীয় দলে ব্যস্ততার কারণে ঘরোয়া ক্রিকেটে সময় দিতে না পারার আক্ষেপটা এবার সুদে-আসলে তুলে নেবেন!  মাশরাফি ৭ ম্যাচে শিকার করেছেন ১৯ উইকেট!


শুধু উইকেট শিকারেই নয় তালিকার শীর্ষ পাঁচ বোলারের মধ্যে স্ট্রাইক রেট এবং ইকোনমি রেটেও শীর্ষে মাশরাফি। মাশরাফির এই সফলতার রহস্য কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মনে করেন সঠিক লাইন এবং লেন্থের কারণেই সফলতা পাচ্ছেন মাশরাফি। 



promotional_ad

জালাল ইউনুস জানিয়েছেন, ‘মাশরাফি সাংঘাতিক মাথা খাটিয়ে বল করে। তার কি আগের মতো পেস আছে? ১২৭ কিংবা ১২৮। বাট হি বিটিং এভরি ব্যাটসম্যান। সে সাফল্য পাচ্ছে কারণ ও হিটিং অন দ্য রাইট লাইন এন্ড রাইট লেন্থ। ও ব্যাটসম্যানকে রুমই দেয় না। যদি রুমই না দেন তাহলে খেলবে কিভাবে।'


বাংলাদেশের তরুণ পেসাররা এখানেই মাশরাফির চেয়ে পিছিয়ে বলে মনে করেন জালাল ইউনুস। মাশরাফি ব্যাটসম্যানদের পড়তে পারেন বলে ধারণা এই বিসিবি কর্মকর্তার।


জালাল ইউনুসের মতে, 'ও কিন্তু ঠিকই ব্যাটসম্যানকে রিড করে বোলিং করে। জোরে করছে না কিন্তু জানে যে কোথায় ফেললে বল ভালো হবে। তরুণরা এই জায়গাটাতেই পিছিয়ে। আপনাকে ব্যাটসম্যানকে রিড করে বোলিং করতে হবে।’



সফল হতে মাঠে কেমন ধরণের বোলিং করা উচিত তার ধারণা থাকা জরুরী বলে মনে করেন জালাল ইউনুস। মাঠের ক্রিকেটে ব্যাটসম্যানদের চেপে ধরতে পারলে নিজে না পেলেও অন্যরা উইকেট পাবে বলে বিশ্বাস তার।


এই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘মাঠে কিভাবে কি ধরনের বোলিং করতে হবে সেটা আপনাকে জানতে হবে। আপনি বোলিং করলেন ১০ ওভার। ওখানে ৩০ রানে যদি কোনো উইকেট নাও পান তারপরও তো ভালো বোলিং। এতে তো ব্যাটসম্যানরা প্রেসারে থাকবে। ওই প্রেসারে অন্য কেউ উইকেট পাচ্ছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball