বিপিএলকেও ছাড়িয়ে যাবে পিএসএল?

ছবি:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের খেলা চলছে দুবাইয়ে। এবারের আসরে চার বাংলাদেশি ক্রিকেটার অংশগ্রহণ করেছেন জনপ্রিয় এই টি২০ আসরে।
মাহমুদুল্লাহ, মুস্তাফিজ ও সাব্বিরদের সাথে এবারের আসরে মাঠ মাতিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবালও। সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এই টাইগার ওপেনার পিএসএলে খেলার অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন সবার সাথে।
তামিম মনে করেন পিএসএলের সুযোগ আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টি-টুয়েন্টি লিগে পরিণত হওয়ার। যদিও দর্শকপ্রিয়তা ও অর্থের দিক থেকে বর্তমানে এক নম্বর টি-টুয়েন্টি লিগ আইপিএল।
আইপিএলের আদলে বাংলাদেশে বিপিএল, অস্ত্রেলিয়ায় বিগ ব্যাশ ও উইন্ডিজে সিপিএল হলেও দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ার দৌঁড়ে তামিমের কাছে সবচেয়ে এগিয়ে পিএসএল।

এই প্রসঙ্গে তামিম বলেন, 'এই টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় আসরে খেলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এখন আমার সামনে সুযোগ রয়েছে তৃতীয় আসরে খেলার। আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি এটা একটা চমৎকার টুর্নামেন্ট এবং খুব দ্রুতই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দ্বিতীয় সেরা টি-টুয়েন্টি টুর্নামেন্ট হওয়ার সব সম্ভাবনা ও ছাপ এর আছে।'
টাইগার ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন বিশ্ব ব্যাপি তিনি যতগুলো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এই সবগুলোর চেয়ে সেরা তার পিএসএলের ফ্র্যাঞ্চাইজি পেশওয়ার জালমি। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিগুলোর নিবেদনের কারণেই এই টুর্নামেন্টটিকে অন্য গুলোর চেয়ে এগিয়ে রাখছেন তামিম।
এই টাইগার ওপেনারের ভাষ্যমতে, 'পিএসএল খুবই বিশেষ প্রতিযোগিতা এবং দিন দিন এটা আরও বিশেষ জায়গায় পৌঁছে যাবে। এটার বিশেষত্ব টুর্নামেন্টটির আয়োজনে এবং খেলোয়াড়দের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর যত্নের দিক থেকে। আর পেশোয়ার জালমির কথা বলতে গেলে, আমি আনন্দ নিয়ে বলতে পারি ক্যারিয়ারে যতগুলো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছি এটা তার মধ্যে অন্যতম সেরা।'
পিএসএলের চলতি আসরে এখন পর্যন্ত জালমির হয়ে প্রথম ৫টি ম্যাচ খেলেছেন তামিম যার ৩টিই জিতেছে দলটি। ১৩৪ রান নিয়ে যৌথভাবে সর্বোচ্চ রানসংগ্রহকের তালিকায় চার নম্বরে আছেন এই টাইগার ওপেনার। পিএসএলে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই তারকা ক্রিকেটার।
তামিমের মতে, 'এই টুর্নামেন্টে আমার লক্ষ্য খুবই সাধারণ- পেশোয়ার জালমির হয়ে রান করা। দুর্ভাগ্যজনকভাবে, খেলায় আমি তেমন সাফল্য পাইনি। কিন্তু বলা যায় না, এবারের আসরে আমার সময় শেষ করার আগে ভাল একটা স্কোর দাঁড় করিয়ে ফেলতেও পারি। এজন্যই আমি পিএসএল খেলতে এসেছি এবং ফ্র্যাঞ্চাইজিটি আমায় বেছে নিয়েছে।'