আফিফ-শুভাগতদের রোমাঞ্চকর জয়

ছবি:

মিরপুরের হোম অফ ক্রিকেটে লিজন্ডস অফ রুপগঞ্জকে ১ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ইনিংসের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে শাইনপুকুরকে জয় এনে দেন রায়হান উদ্দিন।
এর আগে প্রথমে ব্যাট করে মোহাম্মদ নাইমের ৯৩ এবং পারভেজ রাসুলের ৮৮ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ২৬৮ রান স্কোরবোর্ডে তুলে রুপগঞ্জ।
২৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ৩ উইকেট হারালেও সাদমান ইসলাম এবং উদয় কউলের ব্যাটে রানের চাকা সচল রাখে শাইনপুকুর।
কিন্তু ব্যক্তিগত ৬৩ রানে উদয় কউল ফিরে গেলে খানিক পর ৯৫ রান করা সাদমানও উইকেট ছুঁড়ে দেন রাসুলকে। এরপর বোলিংয়ে এসে রুপগঞ্জকে ম্যাচে ফেরান পেসার শহীদ।

আফিফ হোসেন ২৯ রান করে তার বলে কাটা পড়লে ম্যাচের মোড় পাল্টে যায়। সেখান থেকে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে শাইনপুকুরকে ১ উইকেটের জয় এনে দেন রায়হান।
লিজেন্ডস অফ রুপগঞ্জ-
আব্দুল মজিদ, মোহাম্মদ নাইম, নাইম ইসলাম (অধিনায়ক), সালাউদ্দিন পাপ্পু, তুষার ইমরান, পারভেজ রাসুল, নাজমুল হোসেন মিলন, মোহাম্মদ শহিদ, আসিফ হাসান, মোহাম্মদ শরীফ, মোশাররফ হোসেন।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব-
সাদমান ইসলাম, সাব্বির হোসেন, উদয় কাউল, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শুভাগত হোম (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, ফারদিন হাসান অনি, রায়হান উদ্দিন, নাইম ইসলাম জুনিয়র, সুজন হাওলাদার।