কষ্টার্জিত জয় পেল খেলাঘর

ছবি:

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরের ৪১তম ম্যাচে আজ ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অলোক কাপালির ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলতে নেমেছিল নাজিমুদ্দিনের খেলাঘর সমাজ কল্যাণ সমিতি দলটি।
আর এই ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে খেলাঘর বোলারদের দাপুটে বোলিংয়ে ২৪ বল আগেই মাত্র ১৮৭ রানে অলআউট হয়ে গেছে ব্রাদার্স দলটি। অধিনায়ক কাপালি ৬৬ রানের লড়াকু একটি ইনিংস খেললেও দলকে বড় পুঁজি এনে দিতে পারেননি।
কাপালির পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান এসেছে সোহরাওয়ার্দি শুভর ব্যাট থেকে। এছাড়াও জুনায়েদ সিদ্দিকি এবং দেবব্রত দাস উভয়েই করেছেন ২১ রান করে। বাকি ব্যাটসম্যানদের কেউই সেভাবে বলার মতো ইনিংস খেলতে পারেননি।
মূলত ব্রাদার্সের ব্যাটিং লাইন আপে ধ্বস নামানোর কাজটি করেছিলেন অনূর্ধ্ব ১৯ দলের পেস তারকা হাসান মাহমুদ। ১৮ বছর বয়সী এই তরুণ ৮ ওভারে ১ মেইডেন সহ ২৪ রানে ৩ উইকেট শিকার করেছেন।

১৮৮ রানের লক্ষ্যে বর্তমানে ব্যাট করছে খেলাঘর। উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করার পর বিদায় নিয়েছেন সাদিকুর রহমান। এছাড়াও রাফসান ফিরেন ৩০ রান করে।
এরপর ৯৯ রানে ৪ উইকেট হারালেও মইনুল হক এবং অশক মেনেরিয়ার ব্যাটে আগাতে থাকে খেলাঘর। কিন্তু ৫০ হাঁকানোর পর মেনেরিয়া ফিরলে বিপাকে পরে খেলাঘর।
শেষ পর্যন্ত অবশ্য ৩ বল বাকি থাকতে ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় খেলাঘর। মেনেরিয়া করেন সর্বোচ্চ ৫৫ রান। মেহেদি হাসান রানা নেন ২টি উইকেট।
ব্রাদার্স ইউনিয়ন-
মিজানুর রহমান, মাইশুকুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, দেবব্রত দাস, ইয়াসির আলি, সোহরাওয়ার্দি শুভ, অলোক কাপালি (অধিনায়ক), ইফতিখার সাজ্জাদ, শাখাওয়াত হোসেন, খালেদ আহমেদ, মেহেদি হাসান রানা।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি-
সাদিকুর রহমান, রাফসান আল মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ সাদ্দাম, আল মেনেরিয়া, নাজিমুদ্দিন (অধিনায়ক), অমিত মজুমদার, মাসুম খান, মইনুল ইসলাম, তানভির ইসলাম, হাসান মাহমুদ।