নব্বইয়ের ঘরে আশরাফুল

ছবি:

বিকেএসপির তিন নম্বর মাঠে বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে শুরুতে টসে জিতে অগ্রণী ব্যাংককে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কলাবাগানের অধিনায়ক মুক্তার আলি।
এরপর খেলতে নেমে দুই ওপেনার শাহরিয়ার নাফিস এবং আজমির আহমেদের জোড়া অর্ধশতকে ৫০ ওভারে ২৫২ রান সংগ্রহ করে অগ্রণী ব্যাংক।
নাফিস ৯৯ রান করে আউট হওয়ায় সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন। অপরদিকে আরেক ওপেনার আজমির খেলেছেন ৫৮ রানের দুর্দান্ত আরেকটি ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে জশিমউদ্দিনের উইকেট হারালেও ওপেনার তাসামুল হক এবং মোহাম্মদ আশরাফুলের ব্যাটে ঘুরে দাঁড়ায় কলাবাগান। ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন দুজনই।

ফিফটি হাঁকাোনর পর সেঞ্চুরিও তুলে নেন তাসামুল। তবে ১০৬ রান করে শফিউল ইসলামের বলে বিদায় নেন তিনি। এছাড়াও ৯০ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন আশরাফুল। কলাবাগানের স্কোর বর্তমানে ৪৬ ওভারে ৪ উইকেটে ২২৪ রান।
অগ্রণী ব্যাংক-
আজমির আহমেদ, শাহরিয়ার নাফিস, সায়মন আহমেদ, রাজা আলি দার, ধীমান ঘোষ, সালমান হোসেন, জাহিদ জাভেদ, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, মোহাম্মদ ইসহাক, আল-আমিন হোসেন।
কলাবাগান ক্রীড়া চক্র-
জসিমউদ্দিন, মোহাম্মদ আশরাফুল, তাসামুল হক, আকবর-উর-রেহমান, মাহমুদুল হাসান, রাহাতুল ফেরদৌস, তাইবুর রহমান, মুক্তার আলি (অধিনায়ক), আবুল হাসান, সঞ্জিত সাহা, নাহিদ হাসান।