অনূর্ধ্ব ১৯ তারকার দুর্দান্ত ব্যাটিংয়ে রুপগঞ্জের বড় সংগ্রহ

ছবি:

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মাঠে নেমেছে লিজেন্ডস অফ রুপগঞ্জ এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টের ৪০তম এই ম্যাচের শুরুতে টসে জিতে রুপগঞ্জকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন শাইনপুকুর দলপতি শুভাগত হোম।
পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে অনূর্ধ্ব ১৯ দলের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ নাইম এবং ভারতীয় রিক্রুট পারভেজ রসুলের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ২৬৮ রান সংগ্রহ করেছে রুপগঞ্জ। ৯৩ রান করে আউট হয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন নাইম। অপরদিকে রসুল ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮৮ রান নিয়ে।
এর আগে ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আব্দুল মজিদ এবং মোহাম্মদ নাইম ভালো সূচনাই করেছিলেন। ৩৭ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা। কিন্তু এরপরেই ২৫ রান করা মজিদকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘর ফেরত পাঠান স্পিনার নাইম ইসলাম জুনিয়র।
মজিদ ফিরলে ওপেনার মোহাম্মদ নাইমের সাথে ব্যাটিংয়ে যোগ দেন রুপগঞ্জের অধিনায়ক নাইম ইসলাম। অধিনায়কের সাথে দুর্দান্ত ব্যাটিং করে হাফসেঞ্চুরিও তুলে নেন অনূর্ধ্ব ১৯ দলের তারকা নাইম।

অধিনায়কের সাথে ৯৮ রানের দুর্দান্ত একটি জুটি গড়ে দলকে বড় স্কোরের পথেও নিয়ে যাচ্ছিলেন ১৮ বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যান। তবে ১৩৫ রানের সময় দলপতি নাইম ইসলামকে আউট করে এই জুটি ভেঙ্গে দেন রায়হান উদ্দিন। উইকেট রক্ষক উদয় কাউলের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাঁকে।
দলপতি ফিরলে ক্রিজে ???োগ দেন পারভেজ রসুল। রসুলকে সাথে নিয়ে এরপর ৯৭ রানের বড় একটি জুটি গড়েন নাইম। আর এই জুটি গড়ার মধ্য দিয়ে রসুলও তুলে নেন হাফসেঞ্চুরি। অপরদিকে নাইম এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথেই। কিন্তু ৯৩ রান করে শুভাগত হোমের বলে আউট হয়ে ফিরলে কপাল পোড়ে নাইমের।
তবে নাইম আউট হয়ে গেলেও ক্রিজে ৮৮ রানে অপরাজিত থেকে দলকে বড় পুঁজি এনে দেন পারভেজ রসুল। আর তাঁর সঙ্গী নাজমুল হোসেন মিলন অপরাজিত থাকেন ১২ রানে।
লিজেন্ডস অফ রুপগঞ্জ-
আব্দুল মজিদ, মোহাম্মদ নাইম, নাইম ইসলাম (অধিনায়ক), সালাউদ্দিন পাপ্পু, তুষার ইমরান, পারভেজ রাসুল, নাজমুল হোসেন মিলন, মোহাম্মদ শহিদ, আসিফ হাসান, মোহাম্মদ শরীফ, মোশাররফ হোসেন।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব-
সাদমান ইসলাম, সাব্বির হোসেন, উদয় কাউল, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শুভাগত হোম (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, ফারদিন হাসান অনি, রায়হান উদ্দিন, নাইম ইসলাম জুনিয়র, সুজন হাওলাদার।