মুস্তাফিজদের বিপক্ষে ইসলামাবাদের মাঝারি পুজি

ছবি:

পাকিস্তান সুপার লিগের ম্যাচে মুস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ১২১ রানের মাঝারি পুঁজি পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।
এই ম্যাচে টসে জিতে ইসলামাবাদকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান লাহোর অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। তবে, ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইসলামাবাদ।
ইনিংসের দ্বিতীয় ওভারেই তারা ওপেনার লুক রঞ্চির উইকেট হারায় তারা। রঞ্চি কোনো রান না করেই ফখর জামানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। তারপর শাহিবজাদা ও ডুমিনি বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করে।
তবে, দলীয় ১৮ রানে শাহিবজাদা সোহেল খানের বলে নারিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলে আবারও চাপে পড়ে ইসলামাবাদ। শাহিবজাদার ব্যাট থেকে এসেছে ৬ রান। এরপর ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ।
নিজের প্রথম ওভারে মাত্র ৬ রান খরচা করেন এই টাইগার পেসার। ইসলামাবাদ অধিনায়ক মিসবাহ উল হক ব্যক্তিগত ৪ রানে সালমান ইরশাদের বলে উইকেটরক্ষক রামদিনকে ক্যাচ দিয়ে আউট হন।
তারপর ৯ রান করা সামিত প্যাটেল ইয়াসির শাহর বলে নারিনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে। ইয়াসির শাহ বোল্ড করে আউট করেছেন ১৬ রান করা আসিফ আলিকে।
একপ্রান্ত আগলে রাখা জেপি ডুমিনি ৩৪ রান করে লেগবিফোরের ফাঁদে পড়েছেন ইয়াসির শাহর বলে। তারপর দলীয় ১৬ তম ওভারে আবারও বোলিংয়ে আসেন মুস্তাফিজ।

তবে, এই ওভারে ব???শ খরুচে ছিলেন এই পেসার। এক ওভারে দিয়েছেন ১২ রান। ইনিংসের ১৮ তম ওভারে নিজের তৃতীয় ওভারে বল করতে আসেন মুস্তাফিজ।
এই ওভারেও মন খুলে রান দিয়েছেন এই টাইগার পেসার। এই ওভারে মুস্তাফিজ খরচ করেন ১০ রান। দলীয় ১০৭ রানে ১৫ রান করা আন্দ্রে রাসেল সাজঘরে ফিরেছেন রান আউট হয়ে।
ফাহিম আশরাফকে ০ রানে ফিরিয়েছেন সোহেল খান। আর শেষ ওভারে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান সাজঘরে ফিরিয়েছেন ১ রান করা সাদাব খানকে।
তারপর হোসেন তালাত ৩৩ ও মোহাম্মদ সামি কোনো রান না করে অপরাজিত থাকলে ৮ উইকেট হারিয়ে ইসলামাবাদের ইনিংস থামে ১২১ রানে।
ইসলামাবাদ ইউনাইটেড একাদশ-
লুক রঙ্কি, শাহজাদা ফারহান, জেপি ডুমিনি, মিসবাহ উল হক (অধিনায়ক), হুসেইন তালাত, আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, আন্দ্রে রাসেল, মোহাম্মদ সামি, সামিত প্যাটেল,
লাহোর কালান্দার্স একাদশ-
ব্র্যান্ডন ম্যাককালাম (অধিনায়ক), ফখর জামান, সুনিল নারিন, দীনেশ রামদিন, আঘা সালমান, সোহেল আখতার, ইয়াসির শাহ, মুস্তাফিজুর রহমান, সোহেল খান, উমর আকমল, সালমান ইরশাদ।