promotional_ad

মিথ্যাচারে ক্ষুব্ধ বুলবুল

promotional_ad

বাংলাদেশের এক স্থানীয় দৈনিকের ফেসবুক লাইভে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান দাবি করেছিলেন আমিনুল ইসলাম বুলবুলকে কয়েকবার কোচ হওয়র জন্য প্রস্তাব দেয়া হয়েছিল।


কিন্তু হাতে যথেষ্ট সময় না থাকার কারণে নাকি বুলবুল প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সেই সাক্ষাৎকার নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদনও বেরিয়েছে। যা চোখে পড়েছে বুলবুলের।


এমন খবর দেখে যারপরনাই বিস্মিত বুলবুল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ উগরে দিয়েছেন এই সাবেক টাইগার তারকা।


বুলবুল ফেসবুকে লিখেছেন, ‘নিউজটির শিরোনাম দেখে আমি বিস্মিত, হতাশ ও বিরক্ত। আমি বিসিবি থেকে কোনও পর্যায়ের (অনূর্ধ্ব-১৯ থেকে জাতীয় দল)  কোচিং করানোর আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি। এমনকি শেষ বিপিএলে ক্যাপ্টেন বক্সে অধিনায়কদের তালিকাতে আমার নাম ছিল না।’



promotional_ad

বুলবুল জানিয়েছেন, তিনি প্রতিবছরই বিপিএল ও ডিপিএলের বিভিন্ন দলের জন্য কোচিংয়ের প্রস্তাব পান। তবে এই খন্ডকালীন কাজের জন্য নিজের স্থায়ী চাকরী ছাড়বেন না  বলে নিশ্চিত করেছেন তিনি।


বুলবুলের মতে, ‘প্রতি বছরই আমি বিপিএল ও ডিপিএলে কোচিংয়ের প্রস্তাব পাই। এজন্য আমি তাদের প্রতি খুব কৃতজ্ঞ। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে আমি সেই প্রস্তাব ফিরিয়ে দেই, কারণ এক মাসের কোচিং করানোর জন্য আমি আমার চাকরি ছাড়তে পারি না।’


আকরাম কার হয়ে কথা বলেছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বুলবুল , ‘আকরাম খান কি ক্রিকেট অপারেশনসের হয়ে কথা বলেছে নাকি বিসিবি কিংবা তার বিপিএল দলের হয়ে?’


বাংলাদেশের কোচ হওয়ার জন্য তাকে প্রস্তাব দেয়া হয়নি এনিয়ে কোনো  দুঃখ নেই তবে মিথ্যাচারে ক্ষুদ্ধ বুলবুল, ‘প্রস্তাব না পাওয়ায় আমার দুঃখ নেই। কিন্তু এসব মিথ্যাচারে আমি খুবই ক্ষুব্ধ। দয়া করে সততার সঙ্গে কথা বলবেন এবং কাজ করবেন।’



বর্তমান সময়ে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে দুর্দশা চলছে বলেও মনে করেন তিনি। এই প্রসঙ্গে বুলবুলের মন্তব্য, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নতি এখন আইসিইউতে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball