যেকোনো একটি পথ বেছে নিতে হবে আতাহারকে

ছবি:

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খান। তার আরও একটি পরিচয় তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের একমাত্র নির্বাচকও।
তবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি মেয়েদের ক্রিকেট দেখেন না। তবে পদে থাকতে হলে এবার তাকে মেয়েদের খেলায় পর্যাপ্ত সময় দিতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের নারী দল যখন ব্যস্ত সময় কাটায় মাঠের ক্রিকেটে। তখন আতহারকে পাওয়া যায়না। ঘরোয়া ক্রিকেট তো অনেক দূরের বিষয় ঘরোয়া লীগের ম্যাচেও তাকে দেখা যায় না।

অথচ তাদের এই ম্যাচগুলোর পারফরমেন্সের উপর ভিত্তি করে দল বানানোর কথা আতাহারের। তাছাড়া, ঘরোয়া ক্রিকেট দেখেই নতুন নারী ক্রিকেটার তুলে আনার কথা তার। এর কোনোটাই করছেন না এই বিসিবি কর্মকর্তা।
এদিকে, বিসিবির উইমেন উইংসের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসেছিলেন গত মঙ্গলবার। এখানে উঠে এসেছে আতাহারের বিষয়টিও।
নাদেল জানিয়েছেন আতাহারকে পর্যাপ্ত সময় দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে, ‘তাকে অনুরোধ করা হয়েছে যেন পর্যাপ্ত সময় দেন। আজ (মঙ্গলবার) বসেছিলাম। এ ব্যাপারে আলোচনা হয়েছে। আশা করি তিনি সামনে থেকে সময় দেবেন।’
তবে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আতাহারকে শুধু অনুরোধই নয় কঠোর হুঁশিয়ার করে দেয়া হয়েছে। মেয়েদের খেলা থাকলে আতাহারকে অগ্রাধিকার দিতে হবে সেখানেই। এগুলোর মধ্যে যেকোনো একটিকে বেঁছে নিতে হবে তাঁকে।