জাতীয় দলের কোচ হওয়ার যোগ্য নন সালাহউদ্দিন?

ছবি:

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচদের মধ্যে একজন মোহাম্মদ সালাহউদ্দিন। এখনও নিজেদের ছোটোখাটো ভুল ত্রুটি শুধরে নেয়ার জন্য তার কাছে ছুটে আসেন সাকিব-তামিমদের মতো বিশ্ব মাতানো জাতীয় দলের তারকারা।
তারপরও জাতীয় দলের কোচ হওয়ার জন্য নিজেকে যোগ্য মনে করেন না সালাহউদ্দিন। তিনি মনে করেন জাতীয় দলের কোচ হওয়ার জন্য যে এবিলিটি ও কোয়ালিটি দরকার তা তার নেই।
সালাহউদ্দিনের ভাষ্যমতে, "না, আসলে আমার মনে হয় আমার ওই এবিলিটিও নাই, অতো কোয়ালিটিও নাই জাতীয় দলের কোচ হওয়ার মতো। আমি সত্যিই বলছি যে, আমাকে ওই জায়গায় যেতে হলে আরও বেশি পরিশ্রম করতে হবে আরও অনেক কিছু শিখতে হবে, জানতে হবে।"

আরও ৫-১০ বছর পরে এসব নিয়ে চিন্তা করতে চান তিনি। জাতীয় দলের কোচ হওয়ার জন্য নিজের স্কিল লেভেল বাড়ানোর সাথে আরও অনেক কিছু করতে হবে বলে জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, "সেই সাথে নিজের স্কিল লেভেলও বাড়াতে হবে। আমার নিজের উন্নতির জন্যে অনেককিছু করতে হবে। আমি হয়তো আরও ৫-১০ বছর পর এসব নিয়ে চিন্তা করতে পারি। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দলের কোচ হওয়ার মতো সামর্থ্য আমার নেই।"
নিজের খুঁটিনাটি উন্নতির জন্য এই কোচের শরণাপন্ন হয়েছিলেন বাংলাদেশ নারী দলের অলরাউন্ডার জাহানারা আলম। সালাহউদ্দিন জানিয়েছেন ছেলে-মেয়ে যেই আসুক তার কাছে কাউকে নিরাশ করতে চাননা তিনি।
"দেখুন আমার পিছনে লেখা কোচ। লেখা নেই আমি কোন দলের কোচ। তো আমার দায়িত্ব, ছেলে বা মেয়ে যে-ই আসুক সাহায্য নিতে আমি তো না করতে পারবো না। কেউ যদি আমার কাছ থেকে একটুও হেল্প পায়, সেটা আমার মনে হয় আমার খারাপ লাগার কোন কারণ আছে।"