অভিজ্ঞতার অভাবেই বর্তমান চ্যাম্পিয়নদের দুর্দশা

ছবি:

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত আসরের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে এবারের আসরের শুরু থেকেই ছন্দে নেই তারা। ৬ ম্যাচ খেলে মাত্র ২ জয়ে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে রয়েছে দলটি।
গাজী গ্রুপের প্রধাণ কোচ মোহাম্মদ সালাহউদ্দিন মনে করেন তার দল সব দিক দিয়েই দুর্বল। বোলিং-ব্যাটিং দুই দিক দিয়েই। দলে অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারের অভাব বোধ করছেন তিনি।
দলের তরুণ বোলাররা পরিকল্পনা মোতাবেক কাজ করতে পারছে না। দিন দিন দলের উন্নতি হলেও অভিজ্ঞতার দৌঁড়ে পিছিয়ে থাকা গাজী গ্রুপ তাই আর ছন্দে ফিরছেন না বলে মনে করেন তিনি।
সালাহউদ্দিনের ভাষ্যমতে, "আমার পুরো দলেরই সবদিকে দূর্বলতা আছে। সেটা ব্যাটিংয়েই হোক, বোলিংয়েই হোক। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কোন এক্সপেরিয়েন্সওয়ালা ক্রিকেটার নেই।"

তিনি আরও বলেন, "আমাদের বোলাররা যেহেতু এক্সপেরিয়েন্স না তরুণ বোলার। তাই তাদের কাছ থেকে প্রয়োজনীয় ফলটা পাচ্ছি না। ডে বাই ডে যে ইম্প্রুভমেন্ট হচ্ছে না, তাও না। তবে আমার মনে হয় এই একটা কারণে আমরা কামব্যাক করতে পারছি না।"
দলের অনেকেরই ঢাকা প্রিমিয়ার লিগে বল করার অভিজ্ঞতা নেই বলে জানিয়েছেন এই কোচ। তাছাড়া, পুরো আসর জুড়েই টস ভাগ্য নিজেদের অনুকূলে না আসায় টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে গত আসরের চ্যাম্পিয়নরা।
এই প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, "ঢাকা লিগে সবার বল করার অভিজ্ঞতাও নেই। তাছাড়া টস ভাগ্যও আমাদের খারাপ। প্রতি ম্যাচেই টস ভাগ্য আমাদের সাথে ছিলো না। চেজ করে ৯০ ভাগ ম্যাচ তারা (প্রতিপক্ষ) জিতেছে। এ কারণে অভিজ্ঞতার কারণেই হয়তো আমরা হারছি।"
দলের ব্যাটিং বিভাগ নিয়ে সন্তুষ্ট হলেও বোলিং বিভাগ নিয়ে অসন্তুষ্ট গাজী গ্রুপের এই কোচ। বোলিং শক্তিধর না হলে এই ধরনের ম্যাচে টিকে থাকা সম্ভব না বলেও জানিয়েছেন তিনি।
"ব্যাটিংয়ে আমরা হয়তো খারাপ না তারপরও আপনার টিমের পারফরম্যান্স নির্ভর করে আসলে আপনার বোলিং বিভাগের উপর। বোলিং বিভাগ শক্তিশালী না হলে এ ধরণের ম্যাচে টিকে থাকা অনেক কঠিন।"