ডিপিএলের ম্যাচে বুধবার মাঠে নামছে ছয় দল

ছবি:

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বুধবার মাঠে নামছে ছয়টি দল। ম্যাচগুলো মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকে এসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে।
দিনের প্রথম ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংক পাঁচ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে অবস্থান করছে।

আর ৫ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে অগ্রণী ব্যাংক। ফলে এই ম্যাচে লড়াইটা হবে প্রায় সমানে সমানে। এদিকে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে কলাবাগান ক্রীড়া চক্রর প্রতিপক্ষ খেলাঘর সমাজকল্যাণ সমিতি।
৫ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে কলাবাগান। আর ৫ ম্যাচে ২ জয়ে ১০ নম্বরে রয়েছে খেলাঘর সমাজ কল্যান সমিতি।দিনের তিন নম্বর ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লড়বে নবাগত শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
ব্রাদার্স ইউনিয়নও ৫ ম্যাচে ২ জয় পেয়েছে তবে রান রেটে এগিয়ে থেকে তাদের অবস্থান ৮ নম্বরে। আর ৫ ম্যাচে ৩ জয়ে ৪ নম্বরে রয়েছে নবাগত শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ডিপিএলের ষষ্ঠ রাউন্ডের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ টায়।