আসছেন ভারতীয় কিউরেটর

ছবি:

বেশ কিছুদিন ধরেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে মিরপুরের উইকেটের উপর দিয়ে। মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কিন্তু শুধু মিরপুর নয় আইসিসি কড়া নজরে আছে চট্টগ্রাম স্টেডিয়ামের উইকেটও।
গত বছর বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ঢাকা টেস্টের উইকেটকে বাজে আখ্যা দিয়ে ১টি ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। এরপর বিপিএল, এমনকি এবছরের শুরুতে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও উইকেট ছিল আলোচনার অন্যতম বিষয়।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর উইকেটের জন্য প্রথম বারের মত ডিমেরিট পয়েন্ট পায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও। এরপর ঢাকা টেস্ট শেষে মিরপুর শেরে বাংলার কপালে জোটে দ্বিতীয়বারের মত ডিমেরিট পয়েন্ট।

এর পরই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেট দেখভালের জন্য আরও দুজন কিউরেটর আনার পরিকল্পনা করে বিসিবি। তারই ধারাবাহিকতায় তারা নিয়োগ দিচ্ছেন ভারতীয় কিউরেটর প্রভিন হিংনিকারকে।
এই প্রসঙ্গে বিসিবির প্রধাণ নির্বাহী নিজাম উদ্দিন সুজন জানিয়েছেন, "আমরা কিউরেটর নিয়োগের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। গামিনি আমাদের সাথে অনেক দিন ধরে আছে। তার বাইরেও আরও দুয়েক জন কিউরেটর বাইরে থেকে আনার পরিকল্পনা আমাদের আছে।"
সবকিছু ঠিক থাকলে প্রভিন খুব দ্রুতই বিসিবির সাথে যোগ দিচ্ছেন, "তারই ধারাবাহিকতায় আপনারা ইতোমধ্যে জেনেছেন একজন কিউরেটর এসে আমাদের সঙ্গে দেখা করেছেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে উনি খুব শিগগিরই বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যোগ দেবেন। নাম প্রভিন।"