জুলাইতে কানাডায় ফ্র্যাঞ্চাইজি লীগ

ছবি:

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের টি-টুয়েন্টির মাধ্যমে ক্রিকেট ছড়িয়ে যাচ্ছে বিশ্বের প্রতিটি দেশে। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রও পিছিয়ে নেই। আইপিএল, বিপিএলের মত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হাওয়া লেগেছে পশ্চিমা বিশ্বেও।
বিশেষ করে উপমহাদেশ তথা ভারতীয় দর্শকদের আধিক্য থাকায় আইপিএলের মত টুর্নামেন্টের কদর ঊর্ধ্বমুখী। ক্যারিবিয়ান অঞ্চল থেকে আসা দর্শকরাও পশ্চিমা বিশ্বের ক্রিকেটের পালে হাওয়া দিচ্ছে।
যার কারনে দিন দিন ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আইপিএলের মত ফ্র্যাঞ্চাইজি লীগ আয়োজন করার পরিকল্পনা করেছে কানাডার স্থানীয় উদ্যোক্তারা।
আইপিএলের মতই কানাডিয়ান প্রিমিয়ার লীগ আয়োজন করার স্বপ্ন দেখছেন কানাডার ব্যবসায়ী রয় সিং। কয়েকদিন আগেই মিডিয়াকে তিনি জানিয়েছিলেন, 'আমি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সাফল্য দেখেছি। কানাডা ও যুক্তরাষ্ট্রেও আমরা একই রকম টুর্নামেন্ট আয়োজন করতে পারি।'

আর শুক্রবার (২৩ই ফেব্রুয়ারি) জানা গেলো, চলতি বছরের জুলাইতে ক্রিকেট তিন সপ্তাহ ব্যাপি একটি আসর আয়োজন করা হবে ক্রিকেট কানাডার অধীনে, তবে এখনো নিশ্চিত করা হয়নি আসরের খুঁটিনাটি বিষয় গুলো।
উল্লেখ্য, কয়েকদিন আগেই আইসিসির কাছে ক্রিকেট কানাডা বিষয়টি নিয়ে জানিয়েছিল। আর তাতে সায় দিয়েছে আইসিসি। জানা গেছে, উইন্ডিজ ক্রিকেটের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন থাকছে এই আসরে।
ক্রিকেট কানাডার সভাপতি রঞ্জিত সাইনি জানান, 'ওয়েস্ট ইন্ডিজ এই আসরের স্পন্সর। আইসিসির অনুমোদন অনুযায়ী উইন্ডিজের একটি দল এই আসরে অংশগ্রহন করবে।'
আরও জানা গেছে, উইন্ডিজের মতো আরও কয়েকটি ভিন্ন দেশ মিলিয়ে মোট ছয়টি দলের অংশগ্রহন থাকছে এই আসরে। আর আসরের খেলাগুলো হবে মোট তিনটি স্টেডিয়ামে।
ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ