তামিম-সাব্বির খেলছেন তো?

ছবি:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের পর্দা উঠছে আজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পেশওয়ার জালমি ও নবাগত মুলতান সুলতান্সের ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। সেটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের শীর্ষ স্থানীয় টেলিভিশন গাজী টিভি। এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন পাঁচ ক্রিকেটার।
বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির হয়ে খেলবেন টাইগার ওপেনার তামিম ইকবাল ও হার্ডহিটার সাব্বির রহমান। সাকিব আল হাসান জালমির দলে থাকলেও ইনজুরির কারণে শুরুর দিকে খেলতে পারছেন না এই বিশ্বসেরা অলরাউন্ডার।

টুর্নামেন্টটির অন্যতম ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন আরেক টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লহ রিয়াদ। আর লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
এদিকে ময়দানি লড়াইয়ে নামতে দুবাইয়ে পৌঁছেছেন তামিম, মাহমুদউল্লাহ, সাব্বির ও মুস্তাফিজ। একদিন আগেই ভিসা জটিলতা কাটিয়ে দেশ ছেড়েছেন তামিম। তবে এখন দেখার বিষয়, দীর্ঘ ভ্রমণ ক্লান্তি ভুলে তামিম মাঠে নামেন কিনা।
শঙ্কা থাকলেও তামিমের খেলার সম্ভাবনা অনেক বেশি। কারণ গত কয়েকটি আসরে জালমির হয়ে নিয়মিত ইনিংস শুরু করেন তামিম।তবে একাদশে জায়গা পাওয়া নিয়ে সংশয় আছে সাব্বিরের।