ঢাকার ক্রিকেটে ইউসুফ পাঠান

ছবি:

চলতি ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ২০১৭-১৮ মৌসুম মাতাতে আসছেন ভারতের হার্ডহিটার ব্যাটসম্যান এবং স্পিন অলরাউন্ডার ইউসুফ পাঠান।
মাহমুদুল্লাহ রিয়াদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিদেশি ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন তিনি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এমন তথ্য দিয়েছে স্বয়ং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কর্মকর্তারা।
প্রাইম ব্যাংকের পরবর্তী ম্যাচে শক্তিশালী মোহামেডানের বিপক্ষেই মাঠে নামবেন ইউসুফ, এমনটাও জানিয়েছে ফ্রেঞ্চাইজিটি। ঢাকার ক্রিকেটে বিদেশি তারকাদের অংশগ্রহণ অবশ্য নতুন কিছু নয়।

প্রতিবারই একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ পায় প্রতিটি দল। আর তাই ভালোমানের ক্রিকেটারদেরই বেঁছে নেয় তারা। তবে জাতীয় দল থেকে অনেকদিন যাবত বাইরে হার্ডহিটার ব্যাটসম্যান ইউসুফ পাঠান।
জাতীয় দলের জার্সিতে আর কোনোদিন ফিরবেন না তিনি, এমনটাও মোটামুটি নিশ্চিত। তাই ঘরোয়া ক্রিকেটেই জীবিকা ইউসুফের। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে নামবেন তিনি।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মনির হোসেন খান, দেলোয়ার হোসেন, সাজ্জাদুল হক রিপন, এনামুল হক জুনিয়র, মেহরাব হোসেন জুনিয়র, শানাজ আহমেদ, মেহেদী মারুফ, জাকির হাসান, আরিফুল হক, আল-আমিন জুনিয়র, নাহিদুল ইসলাম, ইউসুফ পাঠান।