তামিম-মুস্তাফিজদের খেলা দেখাবে যেসব চ্যানেলে

ছবি:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের পর্দা উঠছে আজ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পেশওয়ার জালমি ও নবাগত মুলতান সুলতান্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই জমজমাট টি২০ আসর।
এদিকে, সারা বিশ্বে সম্প্রচার হবে এবারের পিএসএলের আসর। প্রথমবারের মতো ভারতে দেখা যাবে এই টুর্নামেন্ট। ডি স্পোর্টস ভারত জুড়ে সম্প্রচারের স্বত্ব পেয়েছে।
তাছাড়া, বাংলাদেশের জিটিভি সবগুলো ম্যাচ সম্প্রচার করবে। অবশ্য বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার এই টি২০ আসরে খেলায় টাইগার সমর্থকদের চোখ থাকবে পিএসএলের এবারের আসরে।
বাংলাদেশ ভারত ছাড়াও, আরব আমিরাত, যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য ও আফ্রিকায় দর্শকরাও ঘরে বসে উপভোগ করতে পারবেন এই টি ২০ টুর্নামেন্ট। তাছাড়া অললাইনেও দেখা যাবে এই টুর্নামেন্টের খেলা।
পিএসলের অফিসিয়াল ওয়েবসাইট ও ক্রিকেটগেটওয়েতে একযোগে সম্প্রচার করা হবে পি এসএলের সবগুলো ম্যাচ। অস্ট্রেলিয়ায় সরাসরি সম্প্রচার না হলেও ফক্স স্পোর্টসের ওয়েবসাইটে ম্যাচগুলোর হাইলাইটস দেখতে পাবেন অস্ট্রেলিয়ার দর্শকরা।
এক নজরে দেখে নেয়া যাক, কোথায় সম্প্রচার হবে পিএসএলের এবারের আসরঃ

অনলাইনঃ পাকিস্তান দর্শকদের জন্য ( www.psl-t20.com)
সারাবিশ্বে ( www.cricketgetway.com )
পাকিস্তান: জিও সুপার
ভারতঃ ডি স্পোর্টস
শ্রীলঙ্কাঃ ডায়ালগ টিভি
আরব আমিরাতঃ ইউপি টিভি
যুক্তরাজ্যঃ স্কাই স্পোর্টস (প্রাইম টিভি) / হাম টিভি
যুক্তরাস্ট্রঃউইলো টিভি
ওয়েস্ট ইন্ডিজঃ ফ্লো টিভি
বাংলাদেশঃ গাজী টিভি
আফ্রিকাঃ সুপার স্পোর্টস
উত্তর আফ্রিকাঃ ইউপি টিভি
অস্ট্রেলিয়াঃ www.foxsports.com.au (শুধু হাইলাইটস)