ঢাকার ক্রিকেটে সালমান বাট

ছবি:

ঢাকা প্রিমিয়ার লিগে প্রতি বছরই একজন করে বিদেশি ক্রিকেটার খেলতে আসেন। এবারের ২০১৭-১৮ মৌসুমেও ব্যতিক্রম দেখা যাচ্ছে না প্রচলিত এই নিয়মের। এবার মোহামেডানের হয়ে খেলতে আসছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট।
খোদ মোহামেডান ক্লাব কর্তৃপক্ষই জাগো নিউজকে নিশ্চিত করেছে এমন খবর। সোমবার ঢাকায় আসার কথা রয়েছে সালমানের। আর আজ তিনি আসলে আগামী বুধবার ব্রাদার্সের বিপক্ষে মাঠে নামতে দেখা যাবে পাকিস্তানি এই তারকাকে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে নিকট অতীত কিছুটা ভয়াবহ সালমান বাটের। লর্ডস টেস্টের স্পট ফিক্সিংয়ে ধরা খাওয়ায় ১০ বছর নিষিদ্ধ হয়েছিলেন সালমান বাট। পরে অবশ্য সেটা কমে হয় যায় পাঁচ বছর।

এছাড়া ফিক্সিং কলঙ্কের কালি গায়ে লাগানোর কারণে পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে জেলে কাটাতে হয়ে ৩০ মাস! ২০১২ সালের ২১ জুন জেল খেটে মুক্তি পেয়েছেন এই ওপেনার ব্যাটসম্যান। এরপরে নিষেধাজ্ঞা শেষ করে ঘরোয়া ক্রিকেটে তিনি ফিরেছেন ২০১৫ সালে।
মোহামেডান দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তবে সাকিব আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত থাকলে অধিনায়কত্ব করতে পারেন রকিবুল হাসান
মোহামেডান স্পোর্টিং ক্লাব: সাকিব আল হাসান, সালমান বাট, ইরফান শুক্কুর, কাজী অনিক ইসলাম, এনামুল হক, মোহাম্মদ আজিম, এবাদত হোসেন, বিশ্বনাথ হালদার, জনি তালুকদার, আমিনুল ইসলাম, সাঈদ সরকার, তাইজুল ইসলাম, রকিবুল হাসান, শামসুর রহমান, রনি তালুকদার, শুভাশিস রায়।