promotional_ad

প্রিমিয়ার লীগে কে কোন দলে

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লীগের আসন্ন আসরকে ঘিরে শনিবার সকাল ১০টায় শুরু হয় প্লেয়ার ড্রাফট। রাজধানীর হোটেল ওয়েস্টিনের বল রুমে এই ড্রাফটটি অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে ড্রাফটি শেষ হয়ে গিয়েছে।


ডিপিএলে অংশ নেয়া ১২দলই তাদের পছন্দমতো ক্রিকেটারদের দলে টেনেছে। শুরুতে এই ড্রাফটে মোট ১২জন আইকন ক্রিকেটার থেকে প্রতি দল একজন করে ক্রিকেটার বেঁছে নেয়।


এরপর একে একে ক্রিকেটারদের দলে ভেড়াতে থাকে দলগুলো।  প্লেয়ার্স ড্রাফটে প্রথমে সুযোগ পেয়েই ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজাকে দলে নেয় প্রথম বিভাগ থেকে উঠে আসা দল শাইনপুকুর।


টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে ভেড়ায় মোহামেডান। আর মুশফিকুর রহিম খেলবেন লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। তামিম ইকবাল খেলবেন কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে। টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের জায়গা হয়েছে প্রাইম দোলেশ্বরে।


১২ আইকন খেলোয়াড় হলেন- মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, লিটন দাস, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন।


একনজরে ড্রাফট শেষে সব দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকাটি নীচে দেয়া হলঃ


ব্রাদার্স ইউনিয়ন: অলক কাপালি, জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান, মাইশুকুর রহমান, নিহাদ-উজ-জামান, ইয়াসির আলী, খালেদ আহমেদ, সোহরাওয়ার্দী শুভ, ইফতেখার সাজ্জাদ, মেহেদী হাসান রানা, শাকিল হোসেন, মেহরাব হোসেন জোশি, রনি হোসেন, নাজমুস সাদাত।



promotional_ad

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: নাফিস ইকবাল, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, তানভীর ইসলাম, রাফসান আল মাহমুদ, এনামুল হক বিজয়, নূর আলম সাদ্দাম, মইনুল ইসলাম, মাহিদুল ইসলাম, হাবিবুর রহমান জনি, মোহাম্মদ নাজিমউদ্দিন, নির্জন ভদ্র, মাসুম খান, জাকারিয়া মাসুদ।


আবাহনী: মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, সানজামুল ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, তাসকিন আহমেদ, সাকলাইন সজীব, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, হোসেন আলী, মোহাম্মদ রাকিব।


গাজী গ্রুপ ক্রিকেটার্স: মুমিনুল হক, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান, আবু হায়দার, ইমরুল কায়েস, আসিফ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, জাকের আলী, নাঈম হাসান, টিপু সুলতান, শহীদুল ইসলাম, নুরুজ্জামান, শফিউল হক, রাসেল আল মামুন।


কলাবাগান ক্রীড়া চক্র: মোহাম্মদ আশরাফুল, তাসামুল হক, মুক্তার আলী, নাবিল সামাদ, আবুল হাসান, তামিম ইকবাল, তাইবুর রহমান, রাহাতুল ফেরদৌস, জসিম উদ্দিন, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান, ফারুক হোসেন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম।


অগ্রণী ব্যাংক: সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, আজমীর আহমেদ, আল আমিন হেসেন, ধীমান ঘোষ, সালমান হোসেন, শাহবাজ চৌহান, সাইমন আহমেদ, ইসলামুল আহসান, গোলাম কবির।


শাইনপুকুর ক্রিকেট ক্লাব: আফিফ হোসেন, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, শুভাগত হোম, তৌহিদ হৃদয়, মাশরাফি বিন মুর্তজা, রায়হান উদ্দিন, তৌহিদ তারেক খান, নাঈম ইসলাম জুনিয়র, ফারদিন হাসান অনি, আলী আহমেদ মানিক, সুজন হাওলাদার।


মোহামেডান: তাইজুল ইসলাম, রকিবুল হাসান, শামসুর রহমান, রনি তালুকদার, শুভাশীষ রায়, সাকিব আল হাসান, ইরফান শুক্কুর, কাজী অনিক ইসলাম, এনামুল হক, মোহাম্মদ আজিম, এবাদত হোসেন, বিশ্বনাথ হালদার, জনি তালুকদার, আমিনুল ইসলাম, সাঈদ সরকার।



শেখ জামাল: জিয়াউর রহমান, সোহাগ গাজী, নুরুল হাসান, তানবীর হায়দার, ইলিয়াস সানি, আবু জায়েদ চৌধুরী, নাজমুল ইসলাম অপু, সৈকত আলী, সাজেদুল ইসলাম, পিনাক ঘোষ, মোহাম্মদ হাসানুজ্জামান, রবিউল হক, নাজমুল হোসেন, মাহমুদুল হক।


লিজেন্ডস অব রূপগঞ্জ: মোশাররফ হোসেন, নাঈম ইসলাম, মোহাম্মদ শরীফ, আসিফ হাসান, হামিদুল ইসলাম, মুশফিকুর রহিম, আব্দুল মজিদ, তুষার ইমরান, অভিষেক মিত্র, মোহাম্মদ শহীদ, নাঈম শেখ, নাজমুল হোসেন মিলন, মেহেদী হাসান, সালাউদ্দিন পাপ্পু, রুবেল মিয়া।


প্রাইম দোলেশ্বর: ফরহাদ রেজা, ইমতিয়াজ হোসেন, মার্শাল আইয়ুব, আরাফাত সানি, মোহাম্মদ শরীফউল্লাহ, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, ফজলে রাব্বি, ইমরান আলী, ফরহাদ হোসেন, মাসুম আহমেদ, আরাফাত সানি জুনিয়র, দেওয়ান সাব্বির।


প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: মেহেদী মারুফ, জাকির হাসান, আরিফুল হক, আল-আমিন জুনিয়র, নাহিদুল ইসলাম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মনির হোসেন, দেলোয়ার হোসেন, সাজ্জাদুল হক, এনামুল হক জুনিয়র, মেহরাব হোসেন জুনিয়র, শানাজ আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball