বিকেএসপিতে ম্যাচ সেরা মমিনুল

ছবি:

ফলাফল অনেকটাই অনুমান করা যাচ্ছিল। ইষ্ট জোনের রানের পাহাড়ের পর কুয়াশায় খেলা বন্ধ থাকা এবং জবাবে সাউথ জোনের লড়াই, সব মিলিয়ে সাভারের বিকেএসপিতে বিসিএলের ম্যাচটি ড্র হওয়ার কথাই ছিল।
ম্যাড়ম্যাড়ে ম্যাচে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান মমিনুল হক ম্যাচ সেরার খেতাব পেয়েছেন। শেষ দিনের খেলায় গাজী ও নাজমুলের বোলিংয়ের পর এক মাত্র উজ্জ্বল দিক ছিল লিটন দাসের ফিফটি ও আব্দুর রাজ্জাকের তিন উইকেট।
শেষ দিনের খেলায় নিজেদের প্রথম ইনিংসের ৩১৮/৫ নিয়ে নিয়ে খেলা শুরু করে সাউথ জোন। তবে দুই স্পিনার গাজী ও নাজমুল এর আগের দিনের দুই সেঞ্চুরিয়ান তুষার ও মোসাদ্দেকের দেখানো পথে হাঁটতে দেয়নি সাউথ জোনকে।

৩৯৫ রানে সাউথ জোনের অল আউটে বিশেষ ভূমিকা রাখেন পাঁচ উইকেট নেয়া সোহাগ গাজী। তিন উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলামও।
জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত চার উইকেটে ৯৩ রান তুলে ইস্ট জোন। ওপেনিংয়ে ইমতিয়াজের ব্যর্থতার পর মমিনুল, ইয়াসির ও আশরাফুলকে সাজঘরে পাঠান ইনফর্ম রাজ্জাক। শেষ বেলায় সাবলীল ব্যাটিং করেছেন এক মাত্র লিটন দাস।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে মমিনুল হকের ক্যারিয়ার সেরা ২৫৮ ও তরুন জাকির হাসানের ১১৯ রানের ইনিংসে ভর করে ৫৪৬ রান তুলে অল আউট হয় ইষ্ট জোন। সাউথ জোনের হয়ে ছয় উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ আব্দুর রাজ্জাক।
মমিনুলদের রানের পাহাড়ের জবাব রান তুলেই দিতে শুরু করে সাউথ জোন। টপ অর্ডার ব্যর্থ হলেও তুষার ও মোসাদ্দেকের জোড়া সেঞ্চুরি সাউথ জোনকে লড়াইয়ে ফেরায়। প্রথম ইনিংসে সাউথ জোনের স্কোর সাড়ে তিনশো না ছাড়লে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো।